শিরোনাম
◈ আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে ◈ তিন মাসে ২৫ হাজার ৬৯৫ কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকেরা, কারণ কী ◈ ৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া ◈ শাজাহানপুরে বারো ঘন্টায় দোকানের খাজনা ১৮ হাজার টাকা ◈ এবার ভারতসহ যে ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প! ◈ রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন তিন আসামি (ভিডিও) ◈ 'তারেক রহমান প্রধানমন্ত্রী, খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি', নেতাদের এমন মন্তব্যে যা জানালো বিএনপি (ভিডিও) ◈ ঢাকার কাঁধে আন্দোলনের চাপ, হাসিনার পতনের পর বিভিন্ন দাবিতে ঢাকায় ১৮০ আন্দোলন ◈ ‘গো ব্যাক চুপ্পু’ বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ◈ শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত, কখন না জানি রগ কেটে দেয় : ছাত্রদল সাধারণ সম্পাদক

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ১৮ মে, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ২৬ জন, ডেমোক্রেটিক ২৪ রিপাবলিকান ২

শেখ নাঈমা জাবীন : দেড় বছর পর যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে জোরোশোরে। ডেমোক্রেটিক দলের মধ্যে প্রার্থীতার প্রতিদ্বন্দ্বীতা প্রকট হবে বলে ধারণা বিশ্লেষকদের। ভয়েস অফ অ্যামেরিকা

সর্বসাম্প্রতিক নির্বাচনী জরিপে দেখা গেছে ডেমোক্রেটিক দলের সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী গতবারের জনপ্রিয় প্রতিদ্ব›দ্বী বার্নি স্যান্ডার্সকে ছাড়িয়ে জো বাইডেন ডেমোক্রেটিক দলের শীর্ষ তালিকায় উঠে এসেছেন। ডনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্যও রিপাবলিকান প্রার্থী হিসাবে মোটামুটি নিশ্চিত। তার শক্ত প্রতিদ্ব›দ্বী হিসাবেক জো বাইডেন সবচেয়ে যোগ্য বলে ধারনা করছেন অনেকেই। নিউ হ্যাম্পশায়ার রাজ্য দিয়ে এই সপ্তাহেই নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন জো বাইডেন।

জো বাইডেন দলের শীর্ষে থাকলেও শুধু বার্নী স্যান্ডার্স নয়, ম্যাসাচুসেটস সেনেটর এলিজাবেথ ওয়ারেন তার একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ডেমোক্রেটিক দলে বেশ কয়েকজন নারী রাজনীতিবিদ এবার প্রেসিডেন্ট প্রার্থী। এলিজাবেথ ওয়ারেন তাদের একজন। এছাড়া নিউইয়র্ক সেনেটর ক্রিস্টেন জিলিব্র্যান্ডও বেশ গ্রহণযোগ্য।

বেশ কয়েকজন সংখ্যালঘূ স¤প্রদায়ের প্রার্থীসহ ডেমোক্রেটিক দল থেকে এ পর্যন্ত প্রায় ২০ জন প্রেসিডেন্ট নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন। সর্বশেষ যিনি প্রার্থীতা ঘোষণা করছেন তিনি হলেন মন্টানা গভর্ণর ষ্টিভ বুলক। জো বাইডেনের নাম সবার আগে- যা আগের দুবারকার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট নির্বাচনে কখনোই আসেনি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যে ২৬জন প্রার্থী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিযোগীতা করার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২৪ জন ডেমোক্রেটিক দলের, ২ জন রিপাবলিকান দলের। রিপাবলীকান দলের দুজন হচ্ছেন- বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ম্যাসাচুসেটস গভর্ণর বিল ওয়েল্ড। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়