লিউনা হক: এশিয়ার প্রথম দেশ হিসেবে তাইওয়ানে সমকামি বিয়ের অনুমোদন দিল শুক্রবার দেশটির পার্লামেন্ট। সমকামি বিয়েতে অনেকের অমত থাকা স্বত্ত্বেও বিলটিতে অনুমোদন দেবার পর পার্লামেন্টের বাইরে হাজার হাজার আন্দেলনকারী রংধনুর পতাকা উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। রয়টার্স, ব্লুমবার্গ, ভয়েস অব আমেরিকা
দেশটির ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) আইনপ্রণেতারা বিলটিতে সমর্থন করেছেন। প্রেসিডেন্ট সাই ইং-এন আগামী বছর দ্বিতীয় বারের মতোন নির্বাচনী প্রতিদ্ব›দ্বীতায় জয় লাভের আশায় এই দাবিটিতে সমর্থন দেন।
১৯৯০ সাল থেকে সমকামি স্ত্রী ও পুরুষদের মধ্যে সম্পর্কের স্বীকৃতি দেয় ক্ষমতাসীন দল ডিপিপি।
প্রচন্ড বৃষ্টি স্বত্ত্বেও কিছু আন্দোলনকারী পার্লামেন্টের বাইরে ‘এশিয়া’স ফার্স্ট, ওয়ে টু গু, তাইওয়ান!’ বলে বিভিন্ন ¯শ্লোগানে মুখরিত হয়।
পার্লামেন্টে ভোটের আগে প্রেসিডেন্ট সাই এক টুইটবার্তায় জানান, পূর্ব এশিয়ান সমাজব্যবস্থায় প্রগতিশীল ধারার মূলোৎপাটন করে বিশ্বকে দেখানোর আমাদের সুযোগ হয়েছে ইতিহাস তৈরি করার। আমরা আজ বিশ্বকে দেখাব যে #ভালবাসার জয় হয়েছে।
সমকামি বিয়ের উপর ভোট চলছিল প্রায় বছরব্যাপী। ২০১৭ সালে গণতান্ত্রিক দ্বীপের সাংবিধানিক আদালত সমকামি বিয়ের অনুমোদন দেয়।
উল্লেখ্য, অস্ট্রেলিয়াতে ২০১৭ সালে সমকামি বিয়ের অনুমোদন দেয়া হয়। সম্পাদনায় : ইমরুল শাহেদ
আপনার মতামত লিখুন :