নজরুল কবীর : দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ‘জঙ্গি সনাক্তকরণ বিজ্ঞাপন’ এর সাথে সম্প্রীতি বাংলাদেশের সংশ্লিষ্টতা নেই। বাসস
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক পিযূষ বন্দোপাধ্যায় বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে সম্প্রীতি বিভিন্ন পত্রিকায় জঙ্গি সনাক্তকরণ বিজ্ঞাপন দিয়ে সম্প্রীতি বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে দেশের সরলপ্রাণ মানুষদের নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা আমাদের নজরে এসেছে।’
তিনি বলেন, ‘গত ১২ মে দেশের বেশ কিছু পত্রিকায় প্রচারিত বিজ্ঞাপনটির সঙ্গে কোন পর্যায়েই ‘স¤প্রীতি বাংলাদেশ’ এর কোন সংশ্লিষ্টতা নেই।’
পিযূষ বলেন, সম্প্রীতি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সামাজিক সংগঠন। প্রচারিত বিজ্ঞাপনটি নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা অনভিপ্রেত ও অনাকাংখিত।
তিনি বলেন, সংগঠনটি সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে যেখানে আন্তঃধর্ম স¤প্রীতি থাকবে এবং কোন বৈষম্য, নির্যাতন ও অত্যাচার হবে না।
সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), খ্রিস্টান এসোসিয়েশনের সদস্য সচিব উইলিয়াম প্রলয় সমাদ্দার, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) একেএম মোহাম্মদ আলী শিকদার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :