শিরোনাম
◈ ১৩৩ প্রতিষ্ঠান অনুমতি পেল সুগন্ধি চাল রপ্তানির, মানতে হবে যেসব শর্ত ◈ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ উন্নত বিশ্বে : আসিফ নজরুল ◈ বৃষ্টিবলয়ের আওতায় পুরো দেশ, কালবৈশাখী-বজ্রপাতের শঙ্কা ◈ শুল্ক স্থগিতের সিদ্ধান্ত হৃদয় থেকে লিখেছি: ট্রাম্প ◈ প্রথম দিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন ◈ ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের ঘোষণা: স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ◈ বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত: কিয়াক সুং ◈ তিন জেলার বাসিন্দারা চার দিনের ছুটি পাচ্ছেন ◈ স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি ঈদের ছবি

মহিব আল হাসান : ঈদের সময় ঢাকাই সিনেমার বাজারে হাওয়াটা বেশ লাগে। একাধিক নতুন ছবি মুক্তির মিছিলে থাকে। ঢাকাই সিনেমার বর্তমান সংকটময় সময়েও ঈদকে টার্গেট করে প্রযোজক-নির্মাতারা একাধিক ছবি নির্মাণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে তিনটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। পাশাপাশি সাফটা চুক্তির আওতায় কলকাতার একটি সিনেমাও মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এরইমধ্যে তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’, সাকিব সনেটের ‘নোলক’ ও অনন্য মামুনের ‘আবার বসন্ত’ নামের ছবিগুলো আসছে ঈদে মুক্তির জন্য অপেক্ষা করছে। এসব ছবিতে অভিনয় করেছেন, শাকিব খান,বুবি,বুবলী, ইমন, স্পর্শিয়া, তারিক আনাম খান, মিশা সওদাগর, ডনসহ আরও অনেক তারকা শিল্পী। তবে তিনটি ছবির মধ্যেই দুটি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। দুটি ছবিতেই তার সহশিল্পী হিসেবে আছেন ববি ও বুবলী।

তবে এবারের ঈদে নির্মাতা ও সিনেমার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদের ছবির ব্যবসা নিয়ে নিয়ে অনেকটা চিন্তিত। মন্দা বাজারে ঈদে সিনেমা দর্শকদের হলে টানলেও এবারের ঈদে দর্শকদের তেমন একটা হলে দেখা যাবে না বলে মন্তব্য করছেন অনেকে। তারা বলছেন আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসরেও বাংলাদেশ ক্রিকেট দল প্রতিযোগিতা করছে। যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে আগামী ২রা জুন দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে। এরপর ৫ই জুন নিউজিল্যান্ড, ৮ই জুন ইংল্যান্ড এবং ১১ই জুন শ্রীলঙ্কার সাথে খেলবে বাংলাদেশ দল।

ঈদুল ফিতর ছুি শুরু হচ্ছে আগামী তিন তারিখ থেকে। স্বল্পসময় ছুটি থাকায় অনেকে অনেক কিছু প্লান করে থাকেন। সিনেমা দেখা , ঘোরাঘুরিসহ নানা আয়োজনে ব্যস্ত থাকে। তবে এবারের ঈদে সেই সিনেমা দেখার তালিকা এবং ঘোরাঘুরির তালিকাটা একটু কম হতে যাচ্ছে। বিশ্ব ক্রিকেট আসরের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট শুরু হওয়ায় সারা বিশ্বে আমেজে থাকবে। কেউ মাঠে কেউবা টিভিতে আবার কেউবা বড় পর্দায়। আর একারণে সিনেমা ব্যবসায় তেমন সাফল্য আসবে না বলে বলছেন সিনেমার সাথে সংশ্লিষ্টরা।

এদিকে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও প্রদর্শক সমিতির নেতা ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, খেলাটা তাৎক্ষনিক হলেও একটু তো প্রভাব পড়ে। আমি ঈদে শাকিবের ‘পাসওয়ার্ড’ ছবিটি চালাবো। দেখা যাক কী হয়। তবে খেলার জন্য চলচ্চিত্রের দিকে খারাপ আবহাওয়া বিরাজ করবেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়