শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের চোট গুরুতর নয়, পর্যবেক্ষণে থাকবেন

স্পোর্টস ডেস্ক: গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় ইনিংসের ৩৬তম ওভারে আইরিশ পেসার ব্যারি ম্যাককার্থির বলে সজোরে মারতে গিয়ে বাম পাশের পেশিতে টান লাগে সাকিব আল হাসানের। ব্যথা অনুভব করায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাইড বেঞ্চে বসে থাকা ফিজিও দ্রুত মাঠে এসে সাকিবকে সাময়িক শুশ্রুষা দেন।

তারপরও ব্যাটিং চালিয়ে গেলেও হাফ-সেঞ্চুরি করার পর দৌড়ে রান নেওয়ার সময় আবার টান লাগে পেছনে। দৌড়ের শেষ দিকে ব্যথায় পিঠে হাত দিয়ে চেপে ধরতে দেখা গেছে তাকে। মাঠ ছেড়েছেন তখনই।

তবে সাকিবের চোট আপাতত গুরুতর কিছু নয় বলেই মনে করা হচ্ছে। তবে এক দিন পর্যবেক্ষণের পর অবস্থা আরও ভালো বোঝা যাবে, জানালেন বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন।ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে নান্নু জানিয়েছেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিবের পাওয়া আঘাতটা তেমন গুরুতর কিছু নয়। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি, তাই আমরা তাকে মাঠ থেকে ফিরিয়ে নিয়ে আসি। আমরা আত্মবিশ্বাসী যে খুব দ্রুতই সাকিব সুস্থ হয়ে ফিরবে।’

যদিও এদিন সাকিব মাঠ ছাড়ার পর বাংলাদেশের জিততে তাতে কোনো সমস্যা হয়নি। অপরাজিত থেকেই প্রাথমিক পর্ব শেষ করেছে বাংলাদেশ। তবে সাকিব মাঠ ছাড়ায় ছড়িয়েছে শঙ্কার স্রোত। প্রাথমিকভাবে শঙ্কা খুব বেশি না থাকলেও চূড়ান্তভাবে অবস্থা জানার জন্য থেকে যাচ্ছে উৎকণ্ঠা। অপেক্ষা আপাতত বৃহষ্পতিবার পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়