শিরোনাম
◈ বাংলাদেশ বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায়  ◈ গতি বাড়ছে অর্থনীতিতে, জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৪৮ শতাংশ ◈ প্রশাসনকে না জানিয়ে শ্রমিক ছাঁটাই করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: হুঁশিয়ারি শ্রম সচিবের ◈ পাঁচ ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ সরকারি ফার্মেসি চালু হচ্ছে সারাদেশে , স্বল্পমূল্যে মিলবে ওষুধ ◈ পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত আবদুল্লাহ ◈ এশিয়ায় ট্রাম্পের শুল্কের ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ব্যাংক খাত: মুডিস ◈ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলা‌দেশ টেস্ট দল ঘোষণা.  স্কোয়া‌ডে আ‌ছেন সাকিব, নেই তাসকিন আহ‌মেদ ◈ ভাঙচুর-লুটপাটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়: সালাহ উদ্দিন আহমেদ ◈ এবার দুই থানার নাম পরিবর্তন

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্ত দল হিসেবেই বাংলাদেশ বিশ্বকাপে যাবে, বললেন পোর্টারফিল্ড

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচেও জয় পায়নি স্বাগতিক আয়ারল্যান্ড। গতকাল বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও ছয় উইকেটে হেরেছে স্বাগতিকরা। যদিও তারা বিশ্বকাপে খেলতে পারবে না তবে হারের পর বাংলাদেশকে আসন্ন বিশ্বকাপের জন্য শুভ কামনা জানাতে ভুল করেননি আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। এছাড়া এই অধিনায়ক আরো বলেন, বিশ্বকাপে বাংলাদেশ শক্ত দল হিসেবেই বিশ্বকাপে যাবে।

মাশরাফি-সাকিবদের অনবদ্য পারফরমেন্সের প্রশংসা করেছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত অপরাজেয় দল বাংলাদেশ। বিশ্বকাপের আগে দলটি অনেকটাই পরিণত, এমনটা মনে করছেন আইরিশ অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান, ‘পুরো সিরিজে বাংলাদেশ খুব দারুণ খেলেছে, বিশ্বকাপের আগে তাদের দারুণ দেখাচ্ছে। বিশ্বকাপে তাদের জন্য শুভকামনা থাকল। এছাড়া বিশ্বকাপে তারা শক্ত দল হিসেবেই যাবে।’

আইরিশদের করা ২৯২ রানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক। নিয়মিত ওপেন করা পোর্টারফিল্ড চারে নেমে খেলেছেন ৯৪ রানের অসাধারণ একটি ইনিংস। হারের কারণ হিসেবে দলের বোলারদের পারফরমেন্সকেই দায়ী করেছেন তিনি।

তার ভাষ্যে, ‘উইকেট ভালো ছিল। মাঝের সময়টায় উইকেটে থাকতে পেরে অবশ্যই ভালো লাগছে। কিন্তু শেষপর্যন্ত ম্যাচ হেরে হতাশ হতে হল। আমরা তেমন ভালো বল করতে পারিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়