মারুফুল আলম/ হ্যাপী আক্তার : ঢাকা মহানগরীর বায়ুদূষণ রোধে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সকাল-বিকেল রাস্তায় সঠিকভাবে পানি ছিটানো হচ্ছে কি না তার ব্যাখ্যা দিতে ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী হাইকোর্টে - যমুনা টিভি/নিউজ ২৪
আজ বুধবার (১৫ মে) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থিত হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দেয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
এর আগে গত ৫ মে ঢাকা মহানগরীর বায়ুদূষণ রোধে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সকাল-বিকেল পানি ছিটানোর সঠিক তথ্য প্রতিবেদনে ব্যাখ্যা না করায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে তলব করে আদেশ দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। আজ নির্ধারিত দিনে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।
প্রসঙ্গত, ঢাকার বায়ুদূষণ নিয়ে গত ২১ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত ২৭ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন অ্যাডভোকেট মনজিল মোনসেদ। পরদিন রিটের শুনানি নিয়ে রাজধানীর বায়ুদূষণ বন্ধে রুল জারি করেন হাইকোর্ট। রুল জারির পাশাপাশি বায়ুদূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন আদেশও দেন।
এছাড়া পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে এই আদেশ পালন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়, যার ধারাবাহিকতায় মামলাটি পুনরায় শুনানিকালে রাজধানী ঢাকার বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন আদালত।
আপনার মতামত লিখুন :