জান্নাতুল ফেরদৌসী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে ছাত্রলীগের ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।সে সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১৩ মে) সন্ধ্যায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পরই কয়েকজন পদত্যাগ করেছেন। যোগ্যতা অনুযায়ী তাদের মূল্যায়ণ না করায় এবং পদবঞ্চিতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে বিক্ষোভ মিছিল করার সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগেরই পদপ্রাপ্ত নেতারা। হামলার ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।