জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রত্যন্ত গ্রামে নুনতোর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। সে বিদ্যালয়ে কয়েক মাস আগে বড় নুনতোর গ্রামের আমির হোসেনের ছেলে সবুজ রানা নৈশ প্রহরীর নিয়োগ পান।
সরেজমিনে গিয়ে দেখা যায় নৈশ্য প্রহরী সবুজ রানা প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত লুঙ্গি পড়ে আসে। আরো দেখা যায় যে, এই সবুজ রানা লুঙ্গি পড়ে বিদ্যালয়ে আসলে সে শিক্ষকদের অসম্মান করে তাদের চেয়ারে বসেন। নৈশ প্রহরী নিয়োগ বিধিতে স্পষ্টভাবে লেখা আছে একটি বিদ্যালয়ে নৈশ্য প্রহরী নিয়োগের ক্ষেত্রে বিদ্যালয়ের ক্যাচম্যান এরিয়া অথাৎ ৫০০ গজ এর ভিতরে নিয়োগের কথা থাকলেও তার বাড়ি ৪ কিলোমিটার দুরে।
প্রত্যক্ষদর্শী এলাকার অভিভাবকগণরা বলেন, এই সবুজ রানা নিয়মিত স্কুলে আসেনা। মাঝে মাঝে স্কুলে আসলেও সে আসে লুঙ্গি পড়ে দেখা যায় যে শিক্ষদের চেয়ারে বসে। এ ব্যাপারে সদ্য নিয়োগ প্রাপ্ত সবুজ রানাকে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন টাকা দিয়ে চাকুরি নিয়ে নিয়েছি, দবিরুল এমপি আমার নানা। লুঙ্গি পড়ে আসবো নাতে কি?
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন আমি নতুন এসেছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী আফরিদা জানান,এই নিয়োগের ব্যাপারে আমি সই করেছি বাকি বিষয় আমি জানিনা।
আপনার মতামত লিখুন :