ইউসুফ আলী বাচ্চু : সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে দলে ফিরিয়ে আনা তৃণমূলের দাবির সংবাদের বিষয়টিকে নাকচ করে দিয়েছে জাতীয় পার্টির শীর্ষ নেতারা।সূত্র বলছে, উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার তৃণমূল নেতারা সম্প্রতি দলের চেয়ারম্যান এইচএম এরশাদের কাছে বিভিন্ন মাধ্যমে এ আর্জি জানিয়েছেন। তৃণমূলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মানজনক অবস্থান নিয়ে বিদিশা জাপায় ফিরতে আগ্রহী বলে জানা গেছে।
এ বিষয় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিদিশা দলে ফিরছেন কিনা আমার জানা নেই। তিনি দলে আসতে চাইলে তখন বিবেচনা করব। আর আসা না আসা তো তার ব্যক্তিগত ব্যপার।
এ বিষয় দলটির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেন, স্যার বেঁচে থাকতে বিদিশা দলে আসতে পারবেন না এমনকি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরও তাকে পছন্দ করেন না। উত্তরবঙ্গের তৃনমূলের নেতারা জিএম কাদের ছাড়া আর কাউকে এই মুহুর্তে চায় না।
এ বিষয় বিদিশা সিদ্দিকা বলেন, জাতীয় পার্টিতে ফিরবে এমন কথা কে বলল। কারা কি ভাবে নিউজ করছে আমার জানা নেই। আর আমি জাতীয় পার্টিতে ফিরলে তো গণমাধ্যমকে জানাবো।
আপনার মতামত লিখুন :