শিরোনাম
◈ চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর ◈ রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ ঢাকায় শিক্ষার্থী-সংঘর্ষ : ক্ষমতার দায় ও দুর্বলতা, সাবেক পুলিশ কর্মকর্তা যা মনে করেন ◈ টানা দুই হারের পর জয়ের দেখা পেলো বাংলা টাইগার্স ◈ শেখ হাসিনার পতনের পর উগ্রবাদীদের উত্থান নিয়ে ব্রিটেনের সংসদীয় গ্রুপের হুঁশিয়ারি ◈ ৭ উইকেট নেই বাংলাদেশের, বড় পরাজয়ের পথে মিরাজরা ◈ সংস্কার কমিশনগুলো যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে ◈ এক বছরের বেশি সময় যুদ্ধ চলার পর অবশেষে যুদ্ধবিরতি হতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননে ◈ জামায়াতের ২২ দফা প্রস্তাব সংস্কার কমিশনে ◈ ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার, বিজেপি নেতা বললেন আমরা বিচলিত এবং চিন্তিত

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের কর্তৃত্ব রাখতে প্রেসিডিয়াম সদস্য বাড়াচ্ছেন কাদের

ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্যরা অনেকেই জিএম কাদেরের বিপক্ষে একারণে আগামী দিনে দলের কর্তৃত্ব বজায় রাখার জন্য অপেক্ষকৃত জুনিয়র কর্মীদের পদোন্নতি দিয়ে প্রেসিডিয়াম সদস্য করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের। গঠনতন্ত্রে প্রেসিডিয়ামের সংখ্যা ৪১ জন নির্ধারিত থাকলেও মানছেন না তিনি।

সম্প্রতি কয়েকজনকে পদোন্নতি দেওয়ায় এখন এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৪-তে। নতুন করে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে পদোন্নতির তালিকায়।

সদস্য সংখ্যা কেন বাড়ানো হচ্ছে এমন প্রশ্নে জিএম কাদের বলেন, আমাদের প্রেসিডিয়ামে অনেকে রয়েছেন যারা নিস্ক্রিয়। সে বিষয়গুলো আমরা দেখছি। এতে জটিলতা হওয়ার কোনো আশঙ্কা নেই। গঠনতান্ত্রিক কোনো সংকট তৈরি হবে কি না জানতে চাইলে জিএম কাদের বলেন, এজিএম করে গঠনতন্ত্র সংশোধন করা হবে। প্রয়োজনে ইজিএম করে গঠনতন্ত্রে সংশোধনী আনা হবে।

এ বিষয় রওশনপন্থী এক প্রেসিডিয়াম সদস্য বলেন, এখন দলে যা হচ্ছে তা সম্পুর্ন গঠনতন্ত্রের নিয়মের বাহিরে। এটা মেনে নেয়া যায় না। আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য সংখ্যা ১৬, বিএনপির স্থায়ী কমিটিতে রয়েছেন ১৯ জন। সেখানে তুলনামূলক ছোটো দল জাতীয় পার্টির ৪১ সদস্যের প্রেসিডিয়াম নিয়েই রয়েছে ব্যাপক সমালোচনা। নতুন করে আরও আটজনকে প্রেসিডিয়াম সদস্য করায় মুখরোচক আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে দলের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

এরই মধ্যে সিনিয়র যুগ্ম-মহাসচিবসহ তিনজন সাবেক ছাত্রনেতা পদত্যাগ করেছেন। অসন্তোষ ঠেকাতে নতুন করে আরও কয়েকজনকে প্রেসিডিয়াম সদস্য করার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

জাতীয় পার্টির ওপর এক প্রেসিডিয়াম সদস্য বলেন, স্যার (এরশাদ) তাকে দলের কতৃত্ব দিয়েছে কিনা আমরা এখনও নিশ্চিত না। জিএম কাদেরকে যদি এরশাদের উত্তরসুরি করবে তাতো দিনে বেলায় করতে পারতেন সেটা রাতের আধারে কেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়