শিরোনাম
◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৯:৩৭ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭.৫ কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিনিয়ে নিল হ্যাকাররা

মুসবা তিন্নি : সম্প্রতি ইন্টারনেটে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গেছে ২৭.৫ কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য। সম্প্রতি এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এই তালিকা খুঁজে পেয়েছেন। বিভিন্ন জব পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছিলো। এই তালিকায় ‘ইন্ডাস্ট্রি, ‘রেসিউমে আইডি'সহ ২৭.৫ কোটি ভারতীয় নাগরিকের নাম ঠিকানা ও বর্তমান মাইনে জানা গেছে। এছাড়াও জন্মদিন, লিঙ্গ, ইমেল আইডির মতো ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে এই তালিকায়। এনডিটিভি

খুব সহজেই এই তালিকা ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে হ্যাকাররা। ওয়েবসাইটের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ বব ডায়াচেঙ্কো প্রথম এই তালিকার সন্ধান পান। এর পরেই ‘ইউনিস্টেলার গ্রুপ' নামে এক হ্যাকার গোষ্ঠী এই তালিকার দখল নিয়েছে। এই তালিকা ফিরে পেতে ওই হ্যাকার গ্রুপের সঙ্গে যোগাযোগ করার বার্তা দেয়া হয়েছে। এই ধরনের বিশাল পরিমাণ ব্যক্তিগত তথ্যসহ তালিকা হ্যাকারদের কাছে যাওয়ায় এতো মানুষের ব্যক্তিগত সুরক্ষা বিশাল প্রশ্নচিহ্নের সামনে পরেছে।

ডায়াচেঙ্কো জানিয়েছেন, এই তালিকার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এর সাথে যোগাযোগ করেছিলেন। তবে ৮ মে পর্যন্ত একইভাবে ইন্টারনেটে খোলা অবস্থায় এই তালিকা পরে ছিল বলে জানিয়েছেন তিনি। এর পরেই হ্যাকাররা এই তালিকার দখল নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন ১ মে খুঁজে পাওয়া গেলেও ২৩ এপ্রিল থেকে ইন্টারনেটে এই তালিকা খোলা পরে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়