সুস্মিতা সিকদার : মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান আফগান সেনাবাহিনীর তহবিল থেকে ১৫০ কোটি ডলার স্থানান্তরের অনুমোদন দেন। এই অর্থ নেয়া হয় ৮০ মাইল দীর্ঘ মেক্সিকো দেয়াল নির্মানের জন্য। মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন। ইয়ন
এই প্রসঙ্গে প্যাট্রিক শানাহান জানান, বিভিন্ন উৎস থেকে এই অর্থ তোলা হয়েছে, যেমনঃ কস্ট সেভিংস, প্রোগ্রামেটিক চেঞ্জেস এ- রিভাসড রিকয়ারমেন্ট ইত্যাদি। তিনি আরো বলেন, কমপক্ষে ৪ হাজার মার্কিন সেনা কর্মরত রয়েছেন মেক্সিকো সীমান্ত এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ ৬০.৪ কোটি ডলার নেয়া হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর তহবিল থেকে। অন্য আরেকজন মার্কিন কর্মকর্তা জানান, এটা প্রথবার বার নয়, এর আগেও ওই অ্যাকাউন্ট থেকে অর্থ নেয়া হয়েছে। ২০১৯ অর্থ বছরে যুক্তরাষ্ট্র আফগান বাহিনীর জন্য ৪৯০ কোটি ডলার বরাদ্দ করে।
আপনার মতামত লিখুন :