শিরোনাম
◈ বাংলাদেশের দুই খাতে আগ্রহ দেখালেন পাকিস্তানের ব্যবসায়ী ◈ ডিপিএলে সন্দেহজনক আউট,  তদন্তে নে‌মে‌ছ ক্রিকেট বোর্ড ◈ শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’ গ্রেপ্তার ◈ রাস্তা থেকে মানুষ বলে আপনারা আরও ৫ বছর থাকেন: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি: মির্জা ফখরুল ◈ ১৩৩ প্রতিষ্ঠান অনুমতি পেল সুগন্ধি চাল রপ্তানির, মানতে হবে যেসব শর্ত ◈ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ উন্নত বিশ্বে : আসিফ নজরুল ◈ বৃষ্টিবলয়ের আওতায় পুরো দেশ, কালবৈশাখী-বজ্রপাতের শঙ্কা ◈ শুল্ক স্থগিতের সিদ্ধান্ত হৃদয় থেকে লিখেছি: ট্রাম্প ◈ প্রথম দিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮ জন

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কর্মসূচি কাজে শ্রমিকের পরিবর্তে বেকু মেশিন দিয়ে খাল খনন!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২০১৮-১৯ অর্থ বছরের আওতায় ফরিদপুরের সালথায় কর্মসূচির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুটি ইউনিয়নের প্রকল্পে লেবার কম থাকায় দুইটি প্রকল্প বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া কুমার নদী হতে সাতগুদির বিল পর্যন্ত কাকটা খাল কৃষি কাজের উপযোগী করে পুনঃখনন প্রকল্পে ৭৩ জন অতিদরিদ্র লেবার বরাদ্দ দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সভাপতির যোগসাজশে অতিদরিদ্র লেবারের পরিবর্তে (৫মে) রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেকু মেশিন দিয়ে কম খরচে খাল খনন করছে। এতে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অতিদরিদ্র লেবাররা।

এবিষয়ে প্রকল্প সভাপতি ইউপি সদস্য তোরাপ হোসেন সাংবাদিকদের বলেন, আমি নামে মাত্র প্রকল্প সভাপতি, সব দায়দায়িত্ব চেয়ারম্যানের। ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী বলেন, লেবারও ছিলো, বেকু মেশিনও ছিলো। এলাকার মানুষের সুবিধার্থে বেকু মেশিন ব্যবহার করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজে বেকু মেশিন দিয়ে কাজ করা সম্পূর্ণ অনিয়ম। আমরা কাজের আগে মিটিংয়ে সকল চেয়ারম্যান ও প্রকল্প সভাপতিদের বেকু মেশিন ব্যবহার না করার নির্দেশ দিয়েছিলাম। বেকু মেশিন ব্যবহার করার জন্য প্রকল্প বন্ধ করার জন্য জরুরীভাবে নেটিশ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলাম বলেন, কোন প্রকার বেকু মেশিন দিয়ে কর্মসূচির কাজ করা যাবে না। যেসব প্রকল্পে অনিয়ম দেখবো, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এর আগে বুধবার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া প্রকল্প ও ভাওয়াল ইউনিয়নের কামদিয়া প্রকল্পে লেবার কম থাকায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়