শিরোনাম

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু ভোট করতে স্যাটেলাইট ফোন-ড্রোন ব্যবহার করা হতে পারে জঙ্গলমহলে

নুর নাহার : মাওবাদী অধ্যূষিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গলমহলের নির্বাচন সুষ্ঠুভাবে করতে স্যাটেলাইট ফোন থেকে শুরু করে ড্রোন ব্যবহারের ভাবনা চিন্তা রয়েছে দেশটির নির্বাচন কমিশনের।এনডিটিভি

চলমান লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আগামী রোববার ১২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের যেসব এলাকায় ভোট হবে, তার মধ্যে রয়েছে জঙ্গলমহল। যদিও এ রাজ্যে মাওবাদীরা গত কয়েক বছরে তেমন সক্রিয়তা দেখাতে পারেনি। তবু যেন নির্বাচনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়ে রাখছে কমিশন।

কমিশন জানায়, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সবকটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। অন্য ব্যবস্থাও করে রাখা হচ্ছে। এর আগের দফার নির্বাচনে মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের মাও উপদ্রুত জায়গায় ভোট করার অভিজ্ঞতা কমিশনের তেমন ভালো নয়। সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়