নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালে হিথ স্ট্রিক বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পরই নতুন কোচ হিসেবে নিয়োগ হন ক্যারিবিয়ান দুর্দান্ত বোলার কোর্টনি ওয়ালশ। এবারের বিশ্বকাপেই তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আর গুঞ্জন উঠেছে বিসিবি তার সাথে আর চুক্তি নবায়ন করবে না।
ক্যারিবিয়ান বোলার হিসেবে যথেষ্ট খ্যাতি থাকা সত্ত্বেও কোচিং ক্যারিয়ারে তেমন একটা ভালো সুনাম কুঁড়াতে পারেনি ওয়ালশ। হাতুরাসিংহে হঠাৎ করেই প্রধান কোচিং থেকে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ায় তখন কিছুদিনের জন্য প্রধান কোচের দায়িত্বও পালন করেন ওয়ালশ। তবে তেমন একটা সুবিধে করতে পারেননি তিনি। পরবর্তীতে স্টিভ রোড্স আসে প্রধান কোচ হিসেবে।
২০১৬ সালে ৩ বছরের জন্য ওয়ালশের সাথে চুক্তি করে বিসিবি। ফলে আসন্ন বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। এছাড়া বিসিবি চুক্তি নবায়ন না করার সম্ভাবনাই বেশি। অবশ্য বাংলাদেশের কোচিং স্টাফে ইতোমধ্যে একটি নতুন নাম এসেছে। অবশ্য সেটা জাতীয় দলে নয়। অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ হিসেবে আনা হয়েছে ট্রেভর পেনিকে। বিসিবির চাওয়া, শুধু যুবদলই নয়, হাইপারফরম্যান্স দলের সাথেও যুক্ত করতে চান এই ইংলিশ কোচকে।
আপনার মতামত লিখুন :