আমিন মুনশি : রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেও মেসওয়াক করতেন। হযরত আমের বিন রাবিয়া হতে বর্ণিত, তিনি বলেন- আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার রোজাবস্থায় মেসওয়াক করতে দেখেছি। (তিরমিজি : ৭২৫)
মেসওয়াকের প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশেষ গুরুত্বারোপ করেছেন। হাদিসে এসেছে— মেসওয়াক মুখের জন্য পবিত্রকারী, এবং রবের সন্তুষ্টি আনয়নকারী। (আহমদ : ৭) অপর হাদিসে এসেছে— মেসওয়াকের ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, এমনকি, একসময় আমার মনে হয়েছিল যে, এ ব্যাপারে আমার উপর কোরআন কিংবা ওহি নাজিল হবে। (আহমদ : ২২/৩)
স্পষ্ট যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিবস জুড়েই মেসওয়াক করতেন। দিবসের সূচনা বা সমাপ্তির মাঝে কোন প্রকার পার্থক্য করতেন না। হাদিসে এসেছে— আমার উম্মতের উপর যদি বিষয়টি কঠিন না হতো, তবে প্রতি ওজুর সময় তাদের জন্য মেসওয়াক আবশ্যক করে দিতাম। (আহমদ : ৯৯৩০)
অপর হাদিসে এসেছে— মোমিনদের জন্য যদি কষ্টকর না হত, তবে প্রতি নামাজের সময় আমি তাদের জন্য মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। (মুসলিম : ২৫২)
আপনার মতামত লিখুন :