লিউনা হক: মেক্সিকোর জালিস্কো প্রদেশের নাগরকিদের গতকাল বুধবার লিঙ্গ পরিবর্তনের পর নতুন করে জন্ম নিবন্ধন করার অনুমতি দিল দেশটির উচ্চ আদালত। সামাজিকভাবে রক্ষণশীল দেশটির নাগরিকরা তাদের নাম ও লিঙ্গ পরিবর্তনের পর জন্ম নিবন্ধনের ব্যাপারটি সম-অধিকারের আরেকটি ধাপ হিসেবে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
অন্য আরেকটি মামলার শুনানিতে উচ্চ আদালত বলছে প্রতিটি নাগরিকেরই তার নিজস্ব লিঙ্গ পরিচয় থাকার রাষ্ট্রীয় অধিকার আছে এবং এটা রাষ্ট্রের উপর দায়িত্ব বর্তায় নাগরিক প্রমাণাদির বিভিন্ন কাগজপত্র প্রদান করা বিশেষ করে জন্ম নিবন্ধনের রায় দেয় উচ্চ আদালত।
আদালত বলছে, যাদের কোন পরিচয় নাই তারা সরাসরি সিভিল রেজিস্ট্রিতে গিয়ে নতুন জন্ম নিবন্ধন করে নিবে। নিবন্ধনের দলিলাদি মেক্সিকোর যেকোন আইনী ও প্রশাসনিক জটিলতায় সময় প্রয়োজন হতে পারে।
মেক্সিকান সোস্যাল সিকিউরিটি ইন্সটিটিউট সমকামী দম্পতিদের সুবিধা প্রদান করতে সমর্থ নয় জানালে গত জানুয়ারিতে আদালত সমকামিতার উপর একটি আইন চালু করে যেখানে বলা হয়েছে সমকামি ও তাদের অংশীদাররাও সবধরনের সামাজিক নিরাপত্তাজনিত সুযোগ-সুবিধা পাবে।
আপনার মতামত লিখুন :