আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রকে বুধবার তলব করেছে দেশটির সিনেটের ইন্টেলিজেন্স কমিটি। তিনি সিনেটের বিচার বিভাগীয় কমিটির সামনে ২০১৭ সালের সেপ্টেম্বরে যে সাক্ষ্য দিয়েছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছে বলে দুটি সূত্র জানায়। রয়টার্স
যুক্তরাষ্ট্রে সিনেট দেশটির ক্ষমতাসীন দল রিপাবলিকানদের দ্বারাই নিয়ন্ত্রিত। কিন্তু বিচার বিভাগীয় কমিটির সামনে দেয়া ট্রাম্প জুনিয়রের বক্তব্যের সঙ্গে ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বক্তব্যে বেশ অমিল পাওয়া গেছে। মাইকেল কোহেন সম্প্রতি মার্কিন কংগ্রেসে উন্মুক্ত সাক্ষ্য দিয়েছেন যা ট্রাম্প জুনিয়রের বক্তব্যকে রীতিমতো বিতর্কিত করেছে।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে রুশ হস্তক্ষেপের অভিযোগে একটি দীর্ঘ তদন্ত শেষ হয়েছে। কিন্তু এর জের এখনো কাটেনি। আর সিনেটের এই কমিটি সেই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট। এমনকি এই কমিটিতে ট্রাম্পের জামাতা জারেড কুশনারও দু’বার সাক্ষ্য দিয়েছেন। সিনেটের বিচার বিভাগীয় কমিটিতে ট্রাম্প জুনিয়র সাক্ষ্য দিতে গেলে তার কাছে মস্কোতে একটি ট্রাম্প টাওয়ার নির্মাণ পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিলো বলে একটি সূত্র জানায়।
ট্রাম্প জুনিয়র মস্কোতে ট্রাম্প টাওয়ার প্রকল্পের বিষয়ে আগে থেকে তেমন কিছু না জানার কথা বললেও মাইকেল কোহেন এই বিষয়ে তাকে ও তার বোন ইভাঙ্কা ট্রাম্পকে প্রায় ১০ মিনিট ধরে অবগত করেছেন বলে মাইকেল কোহেন সাক্ষ্য দেন।