মৌরী সিদ্দিকা : আবার প্রশ্নের মুখে ভারতীয় জেট মালিকানাহীন এয়ারওয়েজে। প্রশ্ন উঠেছে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া নিয়ে। বাতিল হয়ে যাওয়া উড়ানের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে জেট কী ভাবছে তা পরিষ্কার নয়। জানা গিয়েছে ১৬ জুলাই ফের এই মামলার শুনানি হবে। দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজেন্দ্র মেনন এবং বিচারপতি এজে ভামবানি শুনানি করেন।
এদিকে জেট-এর থেকে জানানো হয়েছে, যাত্রীদের টিকিটের টাকা তখনই ফেরত দেওয়া সম্ভব, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া যখন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ১৫০০ কোটি টাকা দেবে। আবার অপরদিকে বিমান কতৃপক্ষের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে জেটের জায়গা খালি করতে হবে। জেটের পরিসেবা বন্ধ হওয়ার পর পরই জায়গা খালি করার চিঠি যায় তাদের কাছে। জেট এয়ারওয়েজের পরিষেবা বন্ধ হয়েছে বেশ কিছুদিন। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি পাঠানো হয় ওই সংস্থাকে। সেখানে বলা হয়েছে খালি করতে হবে বরাদ্দ জায়গা। দেশের বেশ কয়েকটি বিমানবন্দরে জেট এর জন্য জায়গা ছিল, সেই গুলিই এবার খালি করে দিতে হবে।
প্রসঙ্গত, ঋণের ভার সামলাতে না পেরে বন্ধ করতে হয় এই বিমান সংস্থা। দিল্লি, মুম্বাইয়ের মতো বেসরকারি বিমানবন্দরগুলি অবশ্য এখনও সিদ্ধান্তের কথা জানায়নি।- যুগশঙ্খ
ইতিমধ্যে এই সংস্থার অংশীদারি নিলামে উঠেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, সোমবার বিকেলে এক বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জানা গিয়েছে জেটের জন্য বরাদ্দ চেক-ইন কাউন্টারগুলি যেতে চলেছে অন্য বিমান সংস্থার কাছে। স্পাইসজেট ও এয়ার এশিয়া সেই জায়গা নিতে আগ্রহী হয়েছে বলে জানা গিয়েছে।
আপনার মতামত লিখুন :