শিরোনাম
◈ গোয়েন্দা নজরদারিতে যেসব গুরুত্বপূর্ণ আমলা, প্রশাসনে আতঙ্ক ◈ শেখ মুজিবের নামে লাখ ডলারের আন্তর্জাতিক শান্তি পদক বাতিল ◈ মধ্যরাতে গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি (ভিডিও) ◈ দুঃখ প্রকাশ করে জেলেনস্কির টুইট, যা বললেন তিনি ◈ ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস ◈ ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ ◈ যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পেলেন বাংলাদেশি কাদের ◈ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : ডিবি প্রধান ◈ ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার ◈ পুলিশে ফের রদবদল, সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ১২:০৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০১৯, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাউয়াছড়া বনের দুই কি:মি: মধ্যে বসছে মোবাইল কোম্পানীর টাওয়ার

স্বপন দেব, মৌলভীবাজার : লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চলের দুই কিলোমিটারের ভিতর ডলুছড়া এলাকায় রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানী টেলিটকের মুঠোফোনের টাওয়ার বসানোর কাজ চলছে। এ টাওয়ার বসানোর ফলে লাউয়াছড়ার জীববৈচিত্র হুমকির মুখে পড়বে বলে মনে করছেন পরিবেশবাদিরা।

মঙ্গলবার দুপুরে লাউয়াছড়ার পাশের ডলুছড়া এলাকার এই জায়গায় গিয়ে দেখা যায়, ১৪ জন শ্রমিক মিলে টাওয়ার তৈরির জন্য মাটি কাটার কাজ করছেন। শ্রমিকরা মাটি কেটে কেটে পাশেই জমিয়ে রাখছেন মাটি। সেখানে শ্রমিক ছাড়া মোবাইল কোম্পানীর কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে এই কাজের ঠিকাদার অশোক দেববর্মা মুঠোফোনে বলেন, এখানে টেলিটক কোম্পানীর টাওয়ারের জন্য শ্রমিকরা কাজ করছে।বন বিভাগ আমাদের সরাসরি কোন বাধা দেয় নি। তবে তারা বলেছে যেন দুই কিলোমিটারের বাহিরে করি। বিট কর্মকর্তা এসে জায়াগা দেখে গেছেন এবং সহকারি বন সংরক্ষক যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে টাওয়ার বানাতে পারবো বলে জানিয়েছেন।

লাউয়াছড়া বনের বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বন কর্মকতার নিদের্শে আমি সরেজমিনে সেখানে গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে এসেছি। তারা কাজ বন্ধ রেখেছে। তারা যদি আবার টাওয়ার বসানোর কাজ করে বন বিভাগ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

লাউয়াছড়া ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং বলেন, লাউয়াছড়ার জীববৈচিত্র্য রক্ষার জন্য টাওয়ারের কাজ বন্ধ করা জরুরি। লাউয়াছড়ায় এমনিতেই বনের গাছ কেটে উজার করে ফেলা হচ্ছে। এমনিতেই এখানে জীববৈচিত্র হুমকির মুখে, এখন এসব করে লাউয়াছড়ায় প্রাণীদের ক্ষতি না করার জন্য বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে মনে করি।

মৌলভীবাজার সহকারি বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক বিভাগ) আনিসুর রহমান বলেন, সংরক্ষিত বনাঞ্চলের দুই কিলোমিটারের ভেতরে এমন মোবাইল কোম্পানীর টাওয়ার বসানোর কোন অনুমতি নেই। কোম্পানীর টাওয়ারের রেডিয়েশনের প্রভাবে পাখির ডিম ও বন্যপ্রাণীর জীববৈচিত্রের উপর সরাসরি প্রভাব ফেলে। আমরা এখানে কোন অবস্থাতেই টাওয়ার বসাতে দিচ্ছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়