শিরোনাম
◈ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন: সংস্কার কমিশনের সুপারিশ ◈ ঝিনাইদহে তিন জনকে হত্যা ও 'চরমপন্থি দলের দায় স্বীকার' নিয়ে ধোঁয়াশা ◈ নিজ জমির মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে: প্রধান নির্বাচন কমিশনার ◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও)

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ০৮ মে, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে জাল নোটসহ দুইজন গ্রেফতার

জয়নুল আবেদীন,আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী পৌর শহরের একে স্কুল সড়কের কাঁচা বাজার এলাকা থেকে পাঁচ হাজার টাকার জাল নোটসহ ফখরুল ইসলাম (৩৫) ও আলাউদ্দিন (২৫) নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে।

পুলিশ সূত্রে জানাগেছে, ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর গ্রামের অজিউল্লাহ ছেলে আলাউদ্দিন ও পটুয়াখালীর বাউফল উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামের সেরাজুল হকের ছেলে ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। বুধবার ওই জাল টাকার ব্যবসায়ী দুই প্রতারক আমতলী পৌর শহরের একে স্কুল সড়কের কাঁচা বাজারের দিলিপের দোকানে কিছু সবজি কিনে এক হাজার টাকার নোট দেয়। ওই দোকানীর নোটটি সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে আলাউদ্দিন ও ফখরুলকে আটক করে।পরে তাদের শরীর তল্লাশী করে পাঁচটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এ ঘটনায় আমতলী থানায় দুই জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

জাল টাকার ব্যবসায়ী প্রতারক আলাউদ্দিন জানান, গত ছয় মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে ফিরে গাজীপুর মেট্রো গার্মেন্টস চাকুরী নেই। ওই গার্মেন্টসে চাকুরীরত রংপুরের আশিক নামের একজনে আমাকে ৩ হাজার টাকার বিনিময় ১০ হাজার টাকার জাল নোট দেয়। ওই জাল টাকার নোট চালাতে গিয়ে ধরা পরেছি।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বাচ্চু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে জাল টাকার ব্যবসায়ী দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের নামে বিশেষ আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়