শিরোনাম
◈ অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ১২:২৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০১৯, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে জেট এয়ারলাইন্স চালু করতে এবার সুপ্রিমকোর্টে গেলেন বৈমানিকেরা

রাশিদ রিয়াজ : এককালীন পুঁজি জোগাতে নির্দেশ দিক শীর্ষ আদালত। একই সঙ্গে কোনো কোম্পানির কোনও বিমানের নথিভুক্তি বাতিল না-করা এবং তাদের স্লট অন্য বিমান সংস্থাকে পুরোপুরি যেন দিয়ে না-দেওয়া-হয়, কেন্দ্র ও বিমান নিয়ন্ত্রককে সেই নির্দেশ দেওয়ারও আর্জি জানিয়েছে জেট এয়ালাইন্সের বৈমানিকেরা। প্রসঙ্গত, ভারতের স্টেট ব্যাঙ্ক-সহ ঋণদাতাদের হাতেই রয়েছে জেটের রাশ বা এয়ারলাইন্সটি টিকিয়ে রাখার সম্ভাবনা। বিজনেস স্ট্যান্ডার্ড

আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা জেট ১৭ এপ্রিল থেকে পরিষেবা বন্ধ করেছে। স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ঋণদাতাদের যে গোষ্ঠীর টাকা ঢালার কথা ছিল, তারা তা এখনও তা দেয়নি। বিনিয়োগের যে প্রস্তাব চাওয়া হয়েছে, তাতে সাড়া মিলবে কি না ঠিক নেই। বলা হচ্ছে ১০ মে ছবিটা স্পষ্ট হবে। সূত্রের খবর, বিনিয়োগকারীর সন্ধান মিললে স্টেট ব্যাঙ্ক অন্তবর্তীকালীন টাকা দেবে। তা দিয়ে কর্মীদের বকেয়া বেতন মেটানো হবে। ফের পরিষেবা চালু করবে জেট। সংস্থার কর্মীরা নিজেরাই পুঁজি ঢেলে পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু জেটে বিনিয়োগের প্রস্তাব পাঠানোর দিন ইতিমধ্যেই পেরিয়েছে।

এই অবস্থায় সুপ্রিম কোর্টে ন্যাগের দাবি, প্র্রতিশ্রুতি দিলেও স্টেট ব্যাঙ্ক এখনও ১,৫০০ কোটি টাকা মূলধন জোগায়নি। তাই ঝাঁপ বন্ধ করতে বাধ্য হয়েছে জেট। সমস্যায় পড়েছেন প্রায় ২২,০০০ কর্মী। তাই পুঁজি দিতে শীর্ষ ব্যাঙ্ক যাতে ঋণদাতাদের নির্দেশ দেয়, সেই আর্জি জানিয়েছে তারা আদালতের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়