শিরোনাম
◈ চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস ◈ তানজিদ তামিম বিপিএলে সর্বোচ্চ রান ও ছক্কা হাঁকানোর শীর্ষে ◈ আবার বাড়লো স্বর্ণের দাম   ◈ নারীর পোড়া লাশ পড়ে ছিল ঝোপের ভেতর, ওড়না-জুতা পড়ে আছে পাশে  ◈ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহন করবে কি করবে না ? সাংবাদিক মাসুদ কামাল এ বিষয়ে যা বললেন ◈ ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা (ভিডিও) ◈ ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে আতঙ্কে বাংলাদেশিরা ◈ চালকের অনাকাঙ্ক্ষিত আচরণে গাড়ি থেকে নায়িকার লাফ ◈ হৃদস্পন্দন থেমে যাওয়া লড়াইয়ে খুলনাকে হারালো ফরচুন বরিশাল ◈ সাইফের ১৫ হাজার কোটি টাকার পারিবারিক সম্পদ ভারত সরকার দখল নেবে!

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৮ মে, ২০১৯, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরেবৈদ্যুতিক খুঁটি যেন মরণ ফাঁদ!

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শেরপুরে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিঃ এর বৈদ্যুতিক খুঁটির গোড়া থেকে মাটি সরিয়ে রেখে মরণ ফাঁদে পরিনত করেছে। এভাবে মহাসড়কের পার্শ্বে খুঁটিগুলোর গোড়ায় মাটি না দিয়ে দাঁড়িয়ে রাখায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে এলাকাসী ও মহাসড়কে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও পথচারী। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁঠালতলা চাউলকল মালিক সমিতির অফিস সংলগ্ন সহ বেশ কয়েকটি বিদ্যুৎ খুটিগুলো দাঁড়িয়ে রেখে দিয়েছেন কিন্তু খুঁটির গোড়ায় মাটি না দিয়ে গর্তকরে রেখেছে। খুঁটির গোড়ায় মাটি না থাকায় যে কোন সময় খুটিগুলো দোকান, বাড়ি, গাড়ী বা পথচারীদের উপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ যেন এক মৃত্যুর ফাঁদে পরিণত করেছে। এছাড়াও খন্দকারপাড়া এলাকায় শেরপুর হাটবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। যে খুঁটি থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যে কোন সময় ঘটতে পাড়ে বড় ধুরনের দুর্ঘটনা।

এলাকাবাসী জানান, দিনের পর দিন খুঁটি হেলে পরছে এবং এভাবে গর্ত করে রাখায় আমরা জীবনের ঝুকি নিয়ে বসবাস ও পথচারী চলাফেরা করছে, হাইওয়ে রোড এই ব্যস্ত সড়কে দৈনিক হাজার হাজার মানুষ সহ যানবাহনেন যাতায়াত করছে। দীর্ঘদিন যাবৎ আমরা এলাকাবাসীসহ রাস্তার পথচারী মৃত্যুর ঝুকিতে চলছি। এই খুঁটির বিষয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে বারবার মৌখিক অভিযোগ করার পরও কোন প্রতিকার হয়নি। নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিঃ এর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা আর উদাসীনতায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে নেসকোঃ শেরপুর এর নির্বাহী প্রকৌশলী ফরিদ হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অফিসে যেতে বলেন পরবর্তীতিতে অফিসে গেলে তিনি অসৌজন্যমূলক আচারণ করে বলেন, কেউ নাশকতা করার জন্য পরিকল্পিতভাবে খুঁটির গোড়া গর্ত করেছে। তিনি আরও বলেন এ দায়িত্ব আমাদের না একটি কোম্পানি ক্রয় করে পরিচালনা করছে তাদের দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়