স্পোর্টস ডেস্ক: আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছে তাকে। ইংল্যান্ড সিরিজেই আমিরকে সর্বোচ্চ সুযোগ দিতে চাইছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন আমির। সেই আমিরয়েই সম্প্রতি ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের দল পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর। তাই ইংল্যান্ড সিরিজে আমিরের সেরা পারফরমেন্সটা চাইছেন অধিনায়ক সরফরাজ।
অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত বোলিং বিভাগ যেভাবে পারফরম করছে আমাদের এই সিরিজে সুযোগ রয়েছে। আমরা আমিরকে সব ধরণের সুযোগ দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ভালো দিক হচ্ছে আমরা এই সুযোগটি পেয়েছে ক্রিকেটারদের যাচাই করার জন্য। বিশ্বকাপের আগেই আমাদের সেটা করতে হবে। মে মাসের ২৩ তারিখ পর্যন্ত সময় আছে, তাই এর মাঝে আমিরকে সম্পূর্ণ সুযোগ দেয়া হবে দলে নিজের জায়গা করে নেয়ার।’
ইংলিশ কন্ডিশনে বল হাতে দুর্দান্ত আমির। ইংল্যান্ডে মাটিতে খেলা ৮ ওয়ানডে ম্যাচে নয় উইকেট তুলে নিয়েছিলেন আমির। যেখানে তার ইকোনমি পাঁচের নিচে। তাই এই সিরিজই আমিরের জন্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার শেষ সুযোগ।
আপনার মতামত লিখুন :