শিরোনাম
◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৮ মে, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্রনাথের জন্মদিনকে আন্তর্জাতিক সাহিত্য-সংস্কৃতির মানব ঐক্যদিবস ঘোষণা করা হোক

উত্তমকুমার রায় : রবীন্দ্রনাথ বিশ্বের এক বিস্ময়কর প্রতিভা । সাহিত্য-সংস্কৃতির এমন কোনো দিক নেই যে তার আলোকে হয়নি আলোকিত । রবীন্দ্রনাথের প্রতিভা খ- থেকে অখ-ে, সসীম থেকে অসীমে এবং ব্যক্তিজীবন থকে বিশ্বজীবনে উত্তরণ ঘটেছে । সাহিত্য-সংস্কৃতিজগতের তিনি কল্পতরু । তিনি বিশ্বকবি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব । দাবির পক্ষে যুক্তিসমূহ —

১. এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর । ২. বিশ্বের শ্রেষ্ঠ গীতিকবি তিনি । ৩. সাহিত্য-সংস্কৃতির সব শাখায় তার অবাধ বিচরণ ।  যেমন- কবিতা, ছোটোগল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, নাটক, চলচ্চিত্র, চিত্রশিল্প, সঙ্গীত, নৃত্য, শিক্ষা, কৃষি (সমবায়), চিকিৎসা (হোমিওপ্যাথ ), অভিনয় প্রভৃতি । অর্থাৎ তিনি সাহিত্য-সংস্কৃতিজগতের কল্পতরু ।

৪. তিনি রবীন্দ্রসঙ্গীতের সুরে একটি স্বতন্ত্র বিশ্বজনীন ধারার জন্ম দিয়েছেন । প্রাচ্য ও পাশ্চাত্যের ধারার সমন্বয় সাধন করেছেন । আর তাই রবীন্দ্রসঙ্গীতের শুধু প্রাচ্যেই নয় পাশ্চাত্যেও রয়েছে সমান কদর । ৫. প্রকৃতির কাছ থেকে শিক্ষাগ্রহণ রবীন্দ্রনাথের একটি স্বতন্ত্র ভাবনা । তাঁরই একান্ত ভাবনায় ও উদ্যোগে শান্তিনিকেতনের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রুথম প্রতিষ্ঠিত হয় । এটি বর্তমানে একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় । ৬. তার আঁকা ছবি বিশ্বের অমূল্য সম্পদ । বিশ্বে বহুল প্রশংসিত । ৭. সর্বাধিক বিশ্বভ্রমণ ও ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা তুলনামূলকভাবে তার অনেক বেশি । ৮. তার নৃত্যনাট্যগুলো অসাধারণ । তাতে রয়েছে চলচ্চিত্রের প্রভাব । ৯. দেড়শো বছর পরেও তার চিন্তাচেতনায়, রচনায় আধুনিকতার  ছোঁয়া বিদ্যমান ।

১০. সঙ্গীতের তালে বেশ কিছু নতুন তাল তিনি সৃষ্টি করেছেন । ১১. জালিয়ানওয়ালাবাগ হত্যাকা-ের পর যখন ভারতবর্ষের মানুষ ইংরেজদের ভয়ে গুটিয়ে গিয়েছিল সেই সময় তিনি একাই এ নির্মম হত্যাকা-ের প্রতিবাদে ইংরেজদের  দেওয়া ‘নাইটহুড’ উপাধি পরিত্যাগ করেছিলেন । দুর্দিনে তখন দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন । ১২. কৃষিক্ষেত্রে তার সমবায়-ভাবনা প্রশংসনীয় । ১৩. তার ‘গল্পগুচ্ছ’ বিশ্বনন্দিত । ১৪. জমিদার হয়েও প্রজাদের ওপর কর্তৃত্ব প্রয়োগ করেননি । প্রজাবৎসল হিসেবে তার সুখ্যাতি আছে । ১৫. তার রচিত গান তিনটে দেশ ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতরূপে গৃহীত হয়েছে । ১৬. তিনি বাংলাভাষা ও ভারতবর্ষকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন । ভারতবর্ষের বিচিত্র/বহুত্বের মাঝে তিনি ঐক্য স্থাপন করেছেন । ১৭. একের পর এক অসংখ্য আপনজনের মৃত্যু বিশ্বের ইতিহাসে বিরল । এতো শোকেও তিনি ভেঙে পড়েননি । ১৮. তার শিক্ষাভাবনা প্রশংসনীয় ।

সবচেয়ে বড়ো কথা হলো তিনি মানুষের অন্তরের কথা ও ব্যথা তার রচনায় চমৎকারভাবে তুলে ধরতে পেরেছেন । দেড়শো বছর পরেও তার লেখার গুরুত্ব কমেনি, বরং দিন দিন তা বেড়েই চলেছে । বিশ্বের এক বিরল প্রতিভা রবীন্দ্রনাথ । যতোদিন বাংলাভাষা হবে প্রবাহমান ততোদিন তিনি থাকবেন মানুষের অন্তরে । এসব দিক বিবেচনা করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে আন্তর্জাতিক সাহিত্য-সংস্কৃতির মানব ঐক্যদিবস ঘোষণার দাবি জানাচ্ছি ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়