শিরোনাম

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ১০:৪২ দুপুর
আপডেট : ০৭ মে, ২০১৯, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানীশংকৈলে রমজানে পবিত্রতা রক্ষার্থে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

ঠাকুরগাও প্রতিনিধি, আনোয়ার হোসেন :  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিভিন্ন স্থানে হাফেজ কল্যাণ সমিতির আয়োজনে আহলান সাহলান খোশ আদেদ, মাহে রমজানে পবিত্রতা রার্থে বন্দর ও শিবদিঘী ও নেকমরদ দে বন্যার্ড র‌্যালী অনুষ্টিত হয় । র‌্যালীটি শহরের চত্বর প্রধান প্রধান সড়কে প্রদশর্ন করেন । র‌্যালতে প্রায় দুশতার্থিক মুসলী অংশগ্রহণ করেন র‌্যালীতে নেতৃত্বদেন হাজী মা মো. শহীদুলাহ অক্ষ্যক হরিপুর হাফিজিয়া মাদ্রাসা ও শিবদিঘী হাফিজিয়া মাদ্রাসা সহ বিভিন্ন নেতা কর্মী ও বিভিন্ন মুসলীগন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়