শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৮:৫৮ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে গার্মেন্ট কারখানাগুলো ব্রাজিলের ব্যবসায়িদের দেখানো দরকার, বললেন বাণিজ্যমন্ত্রী

ফাতেমা ইসলাম : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনাময় বড় বাজার। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। বিশেষ করে তৈরি পোশাকের সম্ভাবনা বেশি। উচ্চ শুল্ক হারের কারণে ব্রাজিলে বাংলাদেশ তৈরি পোশাক আশানুরুপ রপ্তানি হচ্ছে না। উভয় দেশের ব্যবসায়ীদের সফর বিনিময় ও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের মাধ্যমে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য স¤প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। ৬ মে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়া তাবাজারা ডি ওলিভেরিয়া জুনিয়রের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাংলা ট্রিবিউন

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত অর্থ বছর বাংলাদেশ ব্রাজিলে ১৭৬ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানি করা হয়েছে ১৫২০ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। ব্রাজিলের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশ সরকার ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ঘোষণা করেছে। এসব ইকোনমিক জোনে বিনিয়োগ করলে ব্রাজিলের বিনিয়োগকারীরা বেশি লাভবান হবেন।’

টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিক ও এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো ব্রাজিলের ব্যবসায়ীদের দেখানো দরকার। উভয় দেশের ব্যবসায়ীরা বৈঠকে বসলে বাণিজ্যের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করা সম্ভব। উভয় দেশের ব্যবসায়ীরা চাচ্ছেন বাণিজ্য শুরু করতে, এখন প্রয়োজন কার্যকর উদ্যোগ। বাণিজ্য মন্ত্রণালয় সে উদ্যোগ নেবে। এতে করে জুতা, মাছসহ অনেক পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়