কেএম নাহিদ : আদালতের রায়ে টিভি চ্যানেলে বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় সংবাদ শিরোনাম প্রচার করা যাবে না। ১লা সেপ্টেম্বর থেকে দেশের সব টিভি চ্যানেলে হাই কোর্টের এই রায় কার্যকর করতে হবে। এই সম্পর্কে বিবিসির সঙ্গে সাক্ষাতে এটিএন নিউজের প্রধান নির্বাহী মুন্নী সাহা বলেন, এই রায় ব্যক্তি মুন্নী সাহা এবং সাংবাদিক মুন্নী সাহা হিসেবে খুবই ভালো লেগেছে। কারণ এটা নিয়ে আমার নিউজ রুমে আমার সঙ্গে সব সময় ঝগড়া হয়। আমরা সারা দেশের, বিশ্বের সংবাদ দিচ্ছি। যখন দেখি আমাদের মানসম্পন্ন নিউজটা, যখন কেনো প্রোডাক্ট নিউজের সঙ্গে যুক্ত হয়ে যায় এটা ভালোলাগে না। এই খারাপ লাগা তর্কের জায়গা থেকে এই রায়কে আমি স্বাগত জানাই। আমরা চাই না আমাদের নিউজের পেছনে যেনো তেনো যার তার প্রডাক্ট যুক্ত হয়ে আমরা খবরের শিরোনাম হতে চাই না।
তিনি বলেন, পুরোনো টিভি চ্যানেলগুলো এই ব্যবস্থা চালু করে গেছে। আমাদের সেই পথে যেতে হচ্ছে। সিনিয়ররা হরেদরে চালু করেছে অমুখ সংবাদ বিরতি। অনেক বেশি আয় করার জন্য এই প্রতিযোগিতা হয়। সিনিয়রদের কারণে আমাদের নতুনদের এই সমস্যায় পড়তে হচ্ছে। এর ফলে আমরা মন খুলে নিউজটা করতে পারি না । জনগণকে সার্ভিসটা দিতে পারি না। একটা সংবাদকে কেন পন্যের ব্রান্ডিং করা ঠিক না। সেটা না করে বিজ্ঞাপন নিউজের বিরতিতে হতে পারে, বিজ্ঞাপনের রেট বৃদ্ধি করতে পারে। কিন্তু একটা পন্যের ট্যাগ লেবেল দিয়ে দেয়া নিষেধাজ্ঞা অবশ্যই সঠিক ।
আপনার মতামত লিখুন :