স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে জায়গা পেলে পরবর্তিতে হঠাৎ করে ক্রিকেট খেলা থেকে বিরতি নেন ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। তার কয়দিন পর আবার দলে ফিরলেও ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়ে ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন হেইলস। নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আসন্ন সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটের স্কোয়াড থেকে হেইলসের নাম সরিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশ দলে হেইলস ফেরা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলটির সাবেক অধিনায়ক মাইকেল ভন।
ঘরের মাঠে বিশ্বকাপে দলের হয়ে খেলার সুযোগ নিজ হাতেই খুইয়েছেন হেইলস। যা তাকে সারাজীবন তাড়া করবে করবে বলে বিশ্বাস মাইকেল ভনের। এক সাক্ষাৎকারে অ্যাশেজ জয়ী অধিনায়ক বলেছেন, ‘আমি জানি না সে কিভাবে এর থেকে বেরিয়ে আসবে। সে ঘরের মাঠে নিজ দেশের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে এবং এটা নিয়েই সে সারাজীবন কাটাবে।’
২০১৭ সালে ব্রিস্টলের মারামারি কান্ডে হেইলসকে শুরুতে ১২ মাসের জন্য নিষিদ্ধ করার কথা উঠলেও পরবর্তীতে অল্পতে পার পেয়ে গিয়েছিলেন তিনি। হেইলসকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ১৭ হাজার ডলার জরিমানা করা হয়েছিল সেবার। কিন্তু সেই ঘটনার পর নিজেকে শুধরানোর তোয়াক্কা করেননি ইংলিশ ওপেনার। এরপর নারী কেলেঙ্কারিতেও জড়িয়েছেন এই ৩০ বছর বয়সী ক্রিকেটার। এবার গুরুত্বপূর্ণ সময়ে ধরা পড়লেন রিক্রিয়েশনাল ড্রাগ গ্রহণ করে। এমন সব ঘটনার পর এবার পুরোপুরিভাবেই দলের সকলের আস্থা হারিয়েছেন হেইলস, বিশ্বাস ভনের।
তার ভাষায়, ‘ব্রিস্টলের ঘটনাটি ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের সকলকে আরো ভালো রোল মডেল হিসেবে প্রমাণ করতে হবে। ব্রিস্টলের ঘটনায় অ্যালেক্স হেইলসকে ১২ মাসের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল। আমি জানি না সে কিভাবে ফিরে এসেছে, সে দলের আস্থা হারিয়েছে। দুর্ভাগ্যবশত অ্যালেক্সের কর্মকান্ড দলের মূল্যবোধে আঘাত হেনেছে। এর ফলে দলের আস্থা এবং বিশ্বাস হারাতে হয়েছে অ্যালেক্সকে।’
আপনার মতামত লিখুন :