শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নির্বাচনের আগেই জোট শরিকদের বদলে ঐক্যফ্রন্টকে প্রধান্য দিয়েছে, বললেন আন্দালিব

কেএম নাহিদ : বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ২০ দলীয় জোটের সবচেয়ে পুরাতন দল বাংলাদেশ বিজেপি। আমরা তারা ৯৯ সাল থেকে ২০ দলের সঙ্গে যুক্ত ছিলাম। ২০বছর পূর্ণহলো ৩০ ডিসেম্বর নির্বাচনকে বৈধতা দেয়া হলো বিএনপির সংসদ সদস্যদের সংসদে যোগদানের বিএনপির নেতাদের এই নির্বাচন প্রত্যাহার করার কেনো নৈতিক ভিত্তি থাকলো না। মঙ্গলবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, ২০ দলে সহমত সমমর্মিতা ছাড়া আর কেনো বিষয় নিয়ে আলোচনা হয় না। দীর্ঘদিন এই জোটের সঙ্গে ছিলাম ২০ দলে কেনো কর্মকাণ্ড ছিলো না। এমনকি নির্বাচনের আগে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ নিয়েও কেনো আলোচনা হয়নি। বিএনপি নির্বাচনের আগ থেকেই ২০ দলকে পাশ কাটিয়ে ঐক্যফ্রন্টকে বেশি গুরুত্ব দিয়ে আসছে। আমরা সবাই এই নির্বাচন বয়কট করেছি। কিন্তুু বিএনপি এই নির্বাচন মেনে নিয়েছে। তার প্রমাণ তাদের সংসদে যাওয়া। আমি মনে করি ৩০ শে ডিসেম্বর কেনো নির্বাচন হয়নি, একটা প্রহসন করা হয় বাংলাদেশের মানুষের সঙ্গে। সবচেয়ে বড় শ্লোগান হওয়া উচিত হওয়া ছিলো এই নির্বাচন আমরা মানি না।

তিনি বলেন, আমরা নিবন্ধিত রাজনৈতিদল। আমাদের এমপি ছিলো। দেশের মানুষ এখন বিএনপি নয়, ঐক্যফ্রন্টকে বিরোধী দল ভাবছে। যেহেতু বিএনপি এই নির্বাচকে অবৈধ বলার সমস্ত রকম বৈধতা হারিয়েছে,্ আমরা আমাদের দলকে সুসংগঠিত করে, জনগণের কাছে যাবো। দেশে একটা ভিন্ন প্লাটফর্ম তৈরি করবো, এই সরকারে সঙ্গে নয়। সব কিছু বিবেচনা করে নিজেদের সংগঠন ঠিক করার দিকে মনোনিবেশ করবো, দলকে সংগঠিত করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়