মঈন মোশাররফ : বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) অর্থনীতিবিদ ও সিনিয়র রিচার্স ফেলো ড. নাজনীন আহমেদ মঙ্গলবার ডয়চে ভেলেকে বলেন, যে-কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানানো উচিত। কারণ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে।
তিনি আরো বলেন, বাণিজ্যের পুরনো বন্ধু জার্মানির বিনিয়োগের একটা আলাদা গুরুত্ব আছে। জার্মানি দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে। তারা বিদ্যুত, যোগাযোগ, অবকাঠামো খাতে বিনিয়োগ করছে, যা আমাদের অনেক উপকারে আসবে। তারা ভালো কাজ করে। আর জার্মানি নিজেও একটি উন্নত রাষ্ট্র, তাই তারা বিনিয়োগ করলে আরো অনেক উন্নত দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। পুরনো বাণিজ্য বন্ধু এখন যদি আমাদের বিনিয়োগ বন্ধু হয়, তাহলে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আরো পরিপূর্ণূ হবে।
তিনি জানান, আমাদেরও উচিত হবে তাদের জন্য বিনিয়োগ পরিবেশ পুরোপুরি নিশ্চিত করা। তারা তাদের প্রাপ্য বিনিয়োগ সুবিধা যাতে পায়, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে।
আপনার মতামত লিখুন :