স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ২৩ দিন বাকী। এর মধ্যে ভারত দল পড়েছে নতুন দুশ্চিন্তায়। ইনজুরির কারণে দলটির ব্যাটিং লাইনআপ ও বোলিং আক্রমণের অন্যতম ভরসা কেদার যাদব ছিটকে পড়েছেন মাঠের বাইরে। বিশ্বকাপের আগে যাদব ফিট হয়ে উঠতে ফিরবেন কি না- এই প্রশ্ন তাই উচ্চারিত হচ্ছে জোরালোভাবেই।
চলমান আইপিএলে যাদব খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে। গতকাল রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দলের হয়ে ফিল্ডিং করতে গিয়ে তিনি চোট পান কাঁধে। প্রথমে এই চোটকে গুরুতর মনে না হলেও পরে জানা যায়, ইনজুরির কারণে আইপিএলের প্লে-অফের ম্যাচগুলোতে অংশ নেওয়া হবে না তার।
এই অলরাউন্ডারের চোট প্রসঙ্গে চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, ‘যাদবের কাঁধে এক্সরে করা হবে। আমার মনে হয় না সে আইপিএলে আর খেলতে পারবে। এখন তার পুরো মনোযোগ বিশ্বকাপেই থাকা উচিত। সে খুবই অস্বস্তিতে আছে ব্যথা নিয়ে। আশা করি ইনজুরিটা খুব বেশি গুরুতর হবে না।’
তবে তার আইপিএল খেলা নিয়ে ভারতের মাথাব্যথা নেই। ‘মাথাব্যথা’ হয়ে উঠেছে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি। ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৪ অলরাউন্ডারের একজন কেদার যাদব, যিনি শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে দলটির বড় ভরসার পাত্রও।
ইংল্যান্ড বিশ্বকাপের উদ্দেশে আগামী ২২ মে দেশ ছাড়বেন ভারতের ক্রিকেটাররা। ৫ জুন নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে গত বিশ্বকাপের আগের বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়নরা।