খোকন আহম্মেদ হীরা : জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর সংলগ্ন জয়শ্রী-মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার ভবন নির্মানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নবনির্মিত ভবনের মধ্যেই স্থানীয় এক প্রভাবশালী জমি নিজের দাবী করে আরেকটি ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে ওই বিদ্যালয়ে কারিগরি শিক্ষার জন্য সরকারীভাবে ভবন বরাদ্দ দেয়া হয়। এরপর স্কুলের প্রকৃত সীমানা নির্ধারণ না করেই স্কুল সংলগ্ন টিপু মৃধা নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের কিছু অংশ ভেঙ্গে দিয়ে স্কুল ভবনের কলম ও গ্রেড বিমে ঢালাই দেয়া হয়। এরপর গত দুইদিন আগে দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেই স্কুলের প্রধানশিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজসে স্কুল ভবনের মধ্যে আরেকটি ভবন নির্মানের কাজ শুরু করেছেন ওই প্রবাসীর লোকজনে।
প্রধানশিক্ষক সেকান্দার আলী জানান, স্কুল ভবন নির্মানের আগে ওইস্থানে স্কুলের একটি টিন সেড ঘর ছিলো। যাহা স্কুলের সীমানা প্রাচীর হিসেবে গণ্য করা হতো। ভবন নির্মানে জায়গা সংকুলান না হওয়ায় স্কুল সংলগ্ন টিপু মৃধার সাথে সমঝোতার মাধ্যমে তার (টিপু) ভবনের আংশিক অংশ ভেঙ্গে দিয়ে স্কুলের ভবন নির্মানের কাজ শুরু করা হয়।
যোগসাজসের বিষয়টি অস্বীকার করে তিনি আরও জানান, সোমবার দুপুরে স্কুলের মধ্যের সম্পত্তি দখল করে ভবন নির্মানের বিষয়টি তিনি জানতে পেরে ওই প্রবাসীর ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম মাঝি জানান, গত ৩০ বছল পূর্বে টিপু মৃধার পিতা গফুর মৃধা নিরুপন দলিল হিসেবে সোয়া ছয় শতক জমি স্কুলে দান করেছেন। এরপর স্কুলের জন্য সেখানে একটি টিনের ঘর নির্মান করা হয়। স্কুলে ভবন আসার পর ভবনের জন্য আরও পাঁচ ফুট জায়গা দরকার পরে। এরপর বিষয়টি টিপু মৃধাকে জানানো হলে টিপু তার ভবনের আংশিক অংশ ভেঙ্গে দিলে স্কুলের ভবন নির্মানের কাজ শুরু করা হয়।
তিনি আরও জানান, যেহেতু টিপু মৃধা স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিয়েছে এজন্য আর সীমানা নির্ধারণ করা হয়নি। প্রবাসীর ভবন নির্মানের শ্রমিক কামাল হোসেন বলেন, বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও ম্যানেজিং কমিটির নির্দেশেই তিনি টিপু মৃধার কাজ শুরু করেছেন।