শিরোনাম
◈ চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস ◈ তানজিদ তামিম বিপিএলে সর্বোচ্চ রান ও ছক্কা হাঁকানোর শীর্ষে ◈ আবার বাড়লো স্বর্ণের দাম   ◈ নারীর পোড়া লাশ পড়ে ছিল ঝোপের ভেতর, ওড়না-জুতা পড়ে আছে পাশে  ◈ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহন করবে কি করবে না ? সাংবাদিক মাসুদ কামাল এ বিষয়ে যা বললেন ◈ ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা (ভিডিও) ◈ ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে আতঙ্কে বাংলাদেশিরা ◈ চালকের অনাকাঙ্ক্ষিত আচরণে গাড়ি থেকে নায়িকার লাফ ◈ হৃদস্পন্দন থেমে যাওয়া লড়াইয়ে খুলনাকে হারালো ফরচুন বরিশাল ◈ সাইফের ১৫ হাজার কোটি টাকার পারিবারিক সম্পদ ভারত সরকার দখল নেবে!

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ০৬ মে, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোলামেলা ফটোশুটে উষ্ণতা ছড়াল বাঙালি সুন্দরী

নিউজ ডেস্ক : প্রিয়দর্শিনী চ্যাটার্জির কথা মনে আছে? মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-২০১৬ নির্বাচিত প্রিয়দর্শিনী চ্যাটার্জির কথা? সেই সুন্দরী এখন ঝড় তুলছেন খোলামেলা ফটোশুট করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টগুলো তাই জানান দিচ্ছে। প্রিয়দর্শিনী দক্ষিণ ভারতের সেনসেশন৷ দক্ষিণী ছবিতে তিনি অত্যন্ত জনপ্রিয়। তেলেগু, তামিল, মালয়ালাম ইন্ডাস্ট্রিতে তার বেশ কয়েকটা ছবি সুপারহিট। তবে তার জনপ্রিয়তা শুধুই বড়পর্দায় নয়।

সোশ্যাল অ্যাকাউন্টে তার ভক্তের সংখ্যা প্রচুর। প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ তাকে ফলো করেন ইনস্টাগ্রামে। কারণ অবশ্যই তার অমোঘ আকর্ষণ! তার মিষ্টি চাহনি আর স্নিগ্ধ রূপে ব্যাকুল প্রায় গোটা দক্ষিণা যুবক থেকে বুড়ো সব প্রজন্ম। তার এক ইশারায় কাবু পুরো নেট দুনিয়া।

তার শরীর যেন কথা বলে! সেই বলানোটা বেশ ভালোই বোঝেন অভিনেত্রী৷ তাই বিভিন্ন হট ফটোশুটের ছবিতে তিনি ভরিয়ে দেন তার ইনস্টাগ্রাম পোস্ট! ভারতীয় পোশাক হোক বা পাশ্চাত্য পোশাক। সবেতেই সাবলীল তিনি। সব পোশাকেই তাকে মানিয়েও বেশ। যে কোনো পোশাকেই নিজেকে উজাড় করে দিতে তৈরি অভিনেত্রী।

ছবিতে তাকে পছন্দ করেন অনেকেই। তবে এমন বোল্ড অবতারে সুন্দরীতে পছন্দ করবেন না কোন পুরুষ। শুধু পুরুষই বা কেন মেয়েরাই এই স্টাইল শিখতে ব্যস্ত! তার যেকোনো পোস্ট বা রগরগে ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।

প্রিয়দর্শিনী চ্যাটার্জির খোলামেলা এসব ছবিতে রীতিমতো মনভরে ভক্তদের। তার দুঃসাহসিক এই অবতারে বেশ মজাই লুটছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা তার ভক্ত-ফলোয়াররা।

সূত্র : দেশ রূপান্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়