শিরোনাম
◈ ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অতিরঞ্জিত: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, নাম হতে পারে ‘জনশক্তি’ (ভিডিও) ◈ মেয়ে দেশে ফিরলে হাসান আরিফের দাফনের সিদ্ধান্ত ◈ হাসান আরিফের নামাজে জানাজায় শরিক হলেন  প্রধান উপদেষ্টা ◈ গাড়িচাপায় বুয়েটশিক্ষার্থীর মৃত্যু: চালকসহ দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল ◈ চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৫ ◈ বাবা তুমি শান্তিতে ঘুমাও, আবার আমাদের দেখা হবে: নিহত বুয়েট শিক্ষার্থীর মা ◈ ‘বাজারে সিন্ডিকেট এখনো আছে, হাত বদলের মাধ্যমে দাম বাড়ছে’ ◈ মিয়ানমারে জান্তার গুপ্তচর কাজ করছে বিদ্রোহীদের পক্ষে! ◈ সমুদ্রে ভাসছিল ১০২ রোহিঙ্গা, উদ্ধার করল শ্রীলঙ্কার নৌবাহিনী

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ রোমাঞ্চের অপেক্ষায় লিভারপুল

ডেস্ক রিপোর্ট : প্রথমার্ধে দুই দফা এগিয়ে গেল লিভারপুল। নিজেদের মাঠে দারুণ খেলে দুবারই সমতা টানল নিউক্যাসল ইউনাইটেড। এরপর মোহাম্মদ সালাহ চোট পেয়ে মাঠ ছাড়লে জয় নিয়ে কিছুটা শঙ্কায় পড়ে যায় অলরেডরা। তবে বদলি নেমে সব শঙ্কা উড়িয়ে লিভারপুলকে পুরো তিন পয়েন্ট এনে দিলেন দিভোক ওরিগি। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নিউক্যাসলের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় লিভারপুল। দারুণ এই জয়ে শীর্ষে ফিরে লিগ শিরোপার লড়াই জমিয়ে রাখল ইয়ুর্গেন ক্লপের দল। বর্তমান অবস্থায় শীর্ষে ওঠা লিভারপুলের সংগ্রহ ৯৪ আর ম্যানচেস্টার সিটির ৯২! যায়যায়দিন।

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের চেহারা এমনটি আর হয়নি কখনো। মৌসুম শেষের বাকি আর আট দিন। অথচ লিগ চ্যাম্পিয়ন কে হবে এ নিয়ে এখনও অপেক্ষায় সবাই! সবশেষ লিভারপুল ৩-২ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জানিয়ে দিলো শিরোপার দাবিদার কারা তা জানতে অপেক্ষায় থাকতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত! লিগে এমন জমজমাট অবস্থায় লিভারপুল শুরুটা করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোকে ছাড়া। তাতেও ম্যাচের আগ্রাসী সূচনা পেতে খুব বেশি সময় নেনি তারা। তবে কয়েকবার লিভারপুল এগিয়ে গেলেও নিউক্যাসল সমতা ফিরিয়ে বিপদে ফেলে দিয়েছে প্রতিআক্রমণে।

ম্যাচের ১৩ মিনিটে ফন ডাইকের গোলে লিড নেয় লিভারপুল। নিউক্যাসল সমতায় ফেরে ২০ মিনিটে। ২৮ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে রেডরা ব্যবধান বাড়িয়ে নিলেও ৫৪ মিনিটে সলোমনের গোল ড্রয়ের শঙ্কায় ফেলে দেয় লিভারপুলকে। দ্বিতীয়ার্ধে তাদের জন্য বড় ধাক্কার খবর হয়ে আসে মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহর ইনজুরি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। কিন্তু লিভারপুলের অদম্য সাহস ও ইচ্ছাশক্তিতে দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন আসে ৮৬ মিনিটে। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামা ভিভোক ওরিগির হেড করা গোল থেকে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় ছিনিয়ে আনে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এদিকে রাতের আরেক ম্যাচে বোর্নমাউথকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকার পাশাপাশি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করার সুযোগ ছিল টটেনহামের সামনে। কিন্তু ম্যাচের অনেকটা সময় ৯ জন নিয়ে খেলা টটেনহাম সুযোগটা কাজে লাগাতে পারেনি। উল্টো ম্যাচটা ১-০ গোলে হেরেছে মারিসিও পচেত্তিনোর দল। প্রতিপক্ষের মাঠে শনিবার ম্যাচের ৪৩ মিনিটে বড় ধাক্কা খায় টটেনহাম। প্রতিপক্ষের জেফারসন লারমাকে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন। প্রথম কোরিয়ান ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে লাল কার্ড দেখলেন সন।

৯ জনের দলে পরিণত হওয়ার পর টটেনহামকে চেপে ধরে বোর্নমাউথ। একের পর এক আক্রমণ করেও অবশ্য গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে যোগ করা সময়ে দারুণ এক হেড়ে স্বাগতিকদের জয়সূচক গোলটা করেন নাথান অ্যাকে। এই হারে ৭০ পয়েন্ট নিয়ে তিনেই আছে টটেনহাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়