শিরোনাম
◈ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন, কী কথা হলো দু’জনের ◈ ট্রাম্পের জয়কে বাংলাদেশের আঙ্গিকে ভারত যেভাবে দেখছে ◈ যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক: ম্যাথিউ মিলার ◈ শীতকাল এবার কেমন হবে-জানালেন আবহাওয়াবিদরা ◈ লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ, মেডিকেল বোর্ড গঠন ◈ আইপিএলে মোস্তাফিজ ২ কোটি, সাকিব-মিরাজ কত…? ◈ পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিরাট সম্পদ, সেখানকার শান্তির জন্য যা দরকার তাই করা হবে: সেনাপ্রধান (ভিডিও) ◈ ট্রাম্পের ঘোষণায় শঙ্কায় ১০ লাখ ভারতীয় : ‘জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব নয়’ ◈ বাংলাদেশ শিল্পকলার সামনে দু'পক্ষের হাতাহাতি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ আওয়ামী লীগ অফিসে শুয়ে থাকে হাগু করে এইটা কেমন কথা, পরিস্কার করতে বললেন শেখ হাসিনা!

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ১০:০১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০১৯, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে এই প্রথম চালু হচ্ছে তৃতীয় লিঙ্গের নারীদের হোটেল

আব্দুর রাজ্জাক : ভারতের কেরালায় তৃতীয় লিঙ্গের ৬ নারীর সমন্বিত প্রচেষ্টায় রাজ্যটির রাজধানী কোচিতে এই হোটেল চালু হতে যাচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়নে রাজ্যটির স্থানীয় সরকার তাদের ১৪ হাজার ৩২০ ডলার অর্থায়নও করেছে। গে-স্টার নিউজ

সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে যৌথভাবে স্বপ্ন বুনেন তৃতীয় লিঙ্গের নারী অদিতি অচুথ, সায়া মেথিউ, প্রেথি আলেক্সান্ডার, মিনাক্ষি, প্রনব ও রাগারঞ্জিনি। তাই সরকারের সহায়তায় হোটেল ব্যবসা করে নিজেদের ভাগ্য বদলানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেন তারা। পেয়ে যান একটি দাতা সংস্থার সহায়তাও।

প্রক্রিয়াধীন হোটেলটির জন্য একটি চার তলা ভবন প্রস্তুত করা হচ্ছে। ভবনটিতে তাদের হোটেলসহ তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বেশ কিছু সেবামূলক কার্যক্রম চালু করা হবে বলে তাদের একজন জানান। তিনি বলেন, ‘রুচিমুদ্রা’ নামে হোটেলটি অন্যান্য তৃতী লিঙ্গের মানুষদের যেমন উৎসাহিত করবে তেমনি এই শ্রেণির প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনবে।

হোটেল তৈরিতে খরচ কমাতে নিজেরাই কাজ করছেন বলে তাদের একজন জানান। তিনি বলেন, ভবনটিতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য একটি পরমর্শক অফিস ও আশ্রয় কেন্দ্রসহ অন্যান্যদের কাজ করার সুযোগ দেয়া সংক্রান্ত একটি দফতর থাকবে।

তৃতীয় লিঙ্গ ইস্যুতে বিভিন্ন প্রকার পদক্ষেপে ভারতে এগিয়ে কেরালা। রাজ্যটির প্রশাসন ২০১৭ সালে কোচির রেল সেবায় তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছে। এতসব সুবিধা সত্ত্বেও তৃতীয় লিঙ্গের প্রতি বৈষম্য ও সহিংসতা এখনো উল্লেখযোগ্য। ২০১৭ সালের এক গবেষণায় দেখা যায়, ৭০ ভাগ তৃতীয় লিঙ্গের হাইস্কুল পড়–য়া তাচ্ছিল্য ও বৈষম্যের কারণে ঝড়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়