নিজস্ব প্রতিবেদক: আগামী জুন মাস থেকে নেদারল্যান্ডসে শুরু হবে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপ। আরচারির সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে বাংলাদেশের আরচাররা অংশ নিতে যাচ্ছেন ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ এ।
৬ থেকে ১২ মে চীনের সাংহাইয়ে হবে ৩৮ জাতির এ প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুইজন নারীসহ ৭ আরচার। শনিবার দিবাগত রাত ১ টায় বাংলাদেশ আরচারি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলীয়, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ মিশ্র দলীয়, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলীয় ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশের আরচাররা।
আরচারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আগে আমাদের আরচারদের ভালো প্রস্তুতি হবে এই টুর্নামেন্ট। সেই সঙ্গে র্যাঙ্কিং বাড়ানোর একটা সুযোগও থাকবে তাদের। আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল এবং সেটা সম্ভব।’
বাংলাদেশ আরচারি দল: রুমান সানা, তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল, ইমদাদুল হক মিলন, বিউটি রায়, অসীম কুমার দাস, সস্মিতা বনিক, কামরুল ইসলাম (ম্যানেজার), মার্টিন ফ্রেডরিক (প্রধান কোচ) ও জিয়াউল হক (কোচ)।
আপনার মতামত লিখুন :