শিরোনাম
◈ আশুলিয়ায় ৪ বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◈ চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর ◈ রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ ঢাকায় শিক্ষার্থী-সংঘর্ষ : ক্ষমতার দায় ও দুর্বলতা, সাবেক পুলিশ কর্মকর্তা যা মনে করেন ◈ টানা দুই হারের পর জয়ের দেখা পেলো বাংলা টাইগার্স ◈ শেখ হাসিনার পতনের পর উগ্রবাদীদের উত্থান নিয়ে ব্রিটেনের সংসদীয় গ্রুপের হুঁশিয়ারি ◈ ৭ উইকেট নেই বাংলাদেশের, বড় পরাজয়ের পথে মিরাজরা ◈ সংস্কার কমিশনগুলো যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে ◈ এক বছরের বেশি সময় যুদ্ধ চলার পর অবশেষে যুদ্ধবিরতি হতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননে ◈ জামায়াতের ২২ দফা প্রস্তাব সংস্কার কমিশনে

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট থেকে বহিষ্কৃত হয়ে দ্রাবিড়কে মারতে গিয়েছিলেন শ্রীশান্থ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার, কোচ তথা ক্রিকেট সংশ্লিষ্টদের প্রকাশিত বই মানেই যেন বেরিয়ে আসা কোন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি আফ্রিদির প্রকাশিত বইয়ের তথ্য নিয়ে আলোচনার রেশ চলা অবস্থাতেই প্রকাশ হয়েছে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মেন্টর অপটনের বই ‘এ বেয়ার ফুট কোচ’। সেখানে এবার বেরিয়ে এসেছে ম্যাচ ফিক্সিং কান্ডে নিষিদ্ধ হওয়া পেসার শ্রীশান্থের অপ্রকাশিত ঘটনা।

২০১৩ সালে আইপিএল দিয়ে রাজস্থান রয়্যালসের সাথে যুক্ত হন ভারতীয় সাবেক মনোবিদ প্যাডি অপটন। আর সেবারই সরাসরি স্পট ফিক্সিং এ জড়িয়ে সবধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হন ভারতীয় পেসার শ্রীশান্থ। তাই খুব কাছ থেকেই প্যাডি দেখেছেন শ্রীশান্থের উগ্র জীবনযাপন। নিজের লেখা ‘এ বেয়ার ফুট কোচ’ বইয়ে তুলে ধরেছেন শ্রীশান্থের সে সময়কার অবস্থা।
সেবার আইপিএল চলাকালী ফিক্সিং অভিযোগে গ্রেফতার হন শ্রীশান্থ। প্যাডি লিখেছেন গ্রেফতারের আগে দল থেকেও বহিষ্কার করা হয় ৩৬ বছর বয়সী এই পেসারকে, ‘২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের জন্য গ্রেফতার হওয়ার ২৪ ঘন্টা আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অসভ্য আচরণের জন্যই তাকে দল থেকে বিতাড়িত করা হয়।’

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর খবর প্রকাশের আগেই শ্রীশান্থ তার বেপোরোয়া আচরণে রাজস্থানের বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন। তাকে অশোভন আচরণের দায়ে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো রাজস্থান কর্তৃপক্ষ। সে সময়কার রাজস্থান অধিনায়ক রাহুল দ্রাবিড়কে তেড়ে যেতে দ্বিধা করেননি শ্রীশান্থ, প্যাডি লিখেছেন তার বইতে।

শ্রীশান্থের অশোভন আচরণ সম্পর্কে তুলে ধরতে গিয়ে প্যাডি অপটন তার বইয়ে লিখেছেন, ‘কেলেঙ্কারি ফাঁস হওয়ার আগে তাকে এক ম্যাচ দলের বাইরে রাখা হয়। এতেই সে ক্ষুব্ধ হয়ে সে সময়কার দলের অধিনায়ন রাহুল দ্রাবিড়ের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করে। দ্রাবিড়কে গালাগালি করার পাশাপাশি মারমুখী হয়ে তেড়েও যান শ্রীশান্থ। আর ওই ঘটনার পরই দল নেয় তাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত।’ ক্রিকেট নাইন্টি সেভেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়