শিরোনাম
◈ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি প্রসঙ্গে যা বললেন জামায়াতের আমির ◈ দেশের সাথে মিল রেখে আমিরাতের দু’টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা ◈ বিদেশি ল ফার্মের সহযোগিতা নেয়া হচ্ছে পাচারের অর্থ আনতে: গভর্নর ◈ ক্ষমতার রাজনীতিতে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির ◈ অবৈধ বিলাসবহুল যৌনপল্লিতে যেভাবে ধরা পড়লেন ভারতীয় বংশোদ্ভূত সিইও অনুরাগ বাজপেয়ী ◈ ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিতে স্বস্তি মিললেও রপ্তানি বাজারে অনিশ্চয়তা কাটেনি ◈ স্টুডেন্ট ভিসা বাতিল প্রক্রিয়া জোরদার যুক্তরাষ্ট্রের, নেপথ্যে যে কারণ ◈ আই‌সি‌সি ওয়ানডে ক্রিকে‌টে দুই বলের নিয়মে পরিবর্তন আনতে চায় ◈ আবারও দিনদুপুরে সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট ◈ আরব আমিরাতে মোবাইল, চুলের কাটিং ও অভিভাবকের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট থেকে বহিষ্কৃত হয়ে দ্রাবিড়কে মারতে গিয়েছিলেন শ্রীশান্থ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার, কোচ তথা ক্রিকেট সংশ্লিষ্টদের প্রকাশিত বই মানেই যেন বেরিয়ে আসা কোন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি আফ্রিদির প্রকাশিত বইয়ের তথ্য নিয়ে আলোচনার রেশ চলা অবস্থাতেই প্রকাশ হয়েছে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মেন্টর অপটনের বই ‘এ বেয়ার ফুট কোচ’। সেখানে এবার বেরিয়ে এসেছে ম্যাচ ফিক্সিং কান্ডে নিষিদ্ধ হওয়া পেসার শ্রীশান্থের অপ্রকাশিত ঘটনা।

২০১৩ সালে আইপিএল দিয়ে রাজস্থান রয়্যালসের সাথে যুক্ত হন ভারতীয় সাবেক মনোবিদ প্যাডি অপটন। আর সেবারই সরাসরি স্পট ফিক্সিং এ জড়িয়ে সবধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হন ভারতীয় পেসার শ্রীশান্থ। তাই খুব কাছ থেকেই প্যাডি দেখেছেন শ্রীশান্থের উগ্র জীবনযাপন। নিজের লেখা ‘এ বেয়ার ফুট কোচ’ বইয়ে তুলে ধরেছেন শ্রীশান্থের সে সময়কার অবস্থা।
সেবার আইপিএল চলাকালী ফিক্সিং অভিযোগে গ্রেফতার হন শ্রীশান্থ। প্যাডি লিখেছেন গ্রেফতারের আগে দল থেকেও বহিষ্কার করা হয় ৩৬ বছর বয়সী এই পেসারকে, ‘২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের জন্য গ্রেফতার হওয়ার ২৪ ঘন্টা আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অসভ্য আচরণের জন্যই তাকে দল থেকে বিতাড়িত করা হয়।’

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর খবর প্রকাশের আগেই শ্রীশান্থ তার বেপোরোয়া আচরণে রাজস্থানের বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন। তাকে অশোভন আচরণের দায়ে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো রাজস্থান কর্তৃপক্ষ। সে সময়কার রাজস্থান অধিনায়ক রাহুল দ্রাবিড়কে তেড়ে যেতে দ্বিধা করেননি শ্রীশান্থ, প্যাডি লিখেছেন তার বইতে।

শ্রীশান্থের অশোভন আচরণ সম্পর্কে তুলে ধরতে গিয়ে প্যাডি অপটন তার বইয়ে লিখেছেন, ‘কেলেঙ্কারি ফাঁস হওয়ার আগে তাকে এক ম্যাচ দলের বাইরে রাখা হয়। এতেই সে ক্ষুব্ধ হয়ে সে সময়কার দলের অধিনায়ন রাহুল দ্রাবিড়ের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করে। দ্রাবিড়কে গালাগালি করার পাশাপাশি মারমুখী হয়ে তেড়েও যান শ্রীশান্থ। আর ওই ঘটনার পরই দল নেয় তাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত।’ ক্রিকেট নাইন্টি সেভেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়