মঈন মোশাররফ : আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী নূর খান লিটন শনিবার ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশে অধিকাংশ সংবাদপত্র ও টেলিভিশনের মালিকরা ব্যবসায়ী। ফলে তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সংবাদ মাধ্যমকে কাজে লাগাচ্ছেন।
তিনি আরো বলেন, মালিকদের রাজনৈতিক লেজুরবৃত্তিও সংবাদপত্রের স্বাধীনতার বড় বাধা। এর মধ্যে আমরা দেখেছি, কিছু টেলিভিশন চ্যানেলের মালিকানা বদল হয়েছে। যেভাবে এটা হয়েছে, বা যাদের বসানো হয়েছে, সেটা তো রাজনৈতিক লেজুরবৃত্তির জন্যই। ফলে এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না।
আপনার মতামত লিখুন :