মুসবা তিন্নি : চাঁদপুরের হবিগঞ্জে শ্বশুর বাড়ির লোকের দেয়া আগুনে দগ্ধ হয়ে দিপীকা আচার্য নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী, শাশুরিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। চ্যনেল ২৪
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার (৩ মে) সন্ধ্যায় মারা যান দীপিকা।
পুলিশ জানায়, গত ৩০ মে পারিবারিক কলহের জেরে গৃহবধূ দীপিকা আচাার্যের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকেরা। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে প্রথমে কুমিলা মেডিকেল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
আগুনে দীপিকার শরীরের ৯২ ভাগ পুড়ে গিয়েছিলো।
আপনার মতামত লিখুন :