শিরোনাম
◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের আদেশ স্থগিত ◈ মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ শেখ হাসিনার আমলে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি ছিল ‘মিথ্যা’ ◈ রিজার্ভ কমে ফের ১৯ বিলিয়ন ডলার ◈ ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ নতুন রাজনৈতিক দলের ঘোষণা ফেব্রুয়ারিতে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভ্যাট বাড়ানোয় ৫ টাকার বিস্কুট ৭ টাকা, ২৫ টাকার জুস ৩৩ টাকা হবে ◈ বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি? ◈ বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট: বিজিবি (ভিডিও) ◈ আইএসআই প্রধানের ঢাকা সফরের খবরটি ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ০৩ মে, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়াওয়ান পারসন অব দ্য ইয়ার হলেন আহমেদ আকবর সোবহান

 

ডেস্ক রিপোর্ট : বিশ্বখ্যাত সাময়িকী এশিয়াওয়ানের দৃষ্টিতে ‘পারসন অব দ্য ইয়ার’ (পিওওয়াই) নির্বাচিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।বাংলানিউজ।

বৃহস্পতিবার (২ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হোটেলে এশিয়ান বিজনেস অব সোশ্যাল ফোরাম, ইন্ডো-ইউএই বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ২০১৮-২০১৯ এবং ওয়ার্ল্ড’স গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ২০১৮-১৯ শীর্ষক সম্মেলনে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ ওয়ার্ল্ড’স গ্রেটেস্ট ব্র্যান্ডস মর্যাদায় ভূষিত হয়।

সম্মেলনের আয়োজন করে এশিয়াওয়ান ও ইউআরএস মিডিয়া। প্রতিবছর বিশ্বের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্য থেকে এশিয়াওয়ান পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রাপ্ত পুরস্কারআয়োজক প্রতিষ্ঠান জানায়, যেসব ব্যক্তিত্ব সত্যিকার অর্থে অন্য নেতাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন এবং পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন কেবল তারাই এশিয়াওয়ান পারসন অব দ্য ইয়ার (পিওওয়াই) অ্যাওয়ার্ডের জন্য যোগ্য বিবেচিত হন।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাত্র ১১ জন সফল ব্যক্তিত্বকে শিল্প ও সমাজে নিজ নিজ অনবদ্য অবদানের জন্য পিওওয়াই অ্যাওয়ার্ড পদক দেওয়া হয়েছে। তালিকায় সবার শীর্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে স্থান দেওয়া হয়।

অনুষ্ঠানে ইউআরএস মিডিয়া ও এশিয়াওয়ান ম্যাগাজিনের গ্লোবাল হেড ও বিজনেস পার্টনার রজত শুকাল বলেন, এশিয়ার আইকনিক, পাওয়ারফুল ও দ্রুত অগ্রসরমান ব্র্যান্ডস ও লিডাররা আজ এক অভিন্ন প্লাটফর্মে মিলিত হয়ে নিজ নিজ কৌশলগত অভিজ্ঞতা বিনিময় করেছেন। ভারতের আর কোনো প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের ট্রেড প্রমোশন বিভাগের পরিচালক ও ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বিষয়ক রাষ্ট্রদূত মোহাম্মেদ নাসের হামদান আল জাবি, ভারতের টেনিস তারকা ও পদ্মভূষণ বিজয়ী সানিয়া মির্জা এবং দুবাইয়ে জাপান, ঘানা, ফিলিপাইন, তুরস্ক ও ইন্দোনেশিয়ার কনসাল জেনারেল যথাক্রমে আকিমা উমেজাওয়া, সামাটা গিফটি বুকারি, পল রেমন্ড করটেস, মুস্তাফা ইলকার ও রিদওয়ান হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়