শিরোনাম
◈ শেখ পরিবারের নামে থাকা সেনানিবাসসহ ১৬ সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব ◈ আমি বাসায় এসেছি, ভালো আছি তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে: পিনাকী ভট্টাচার্য ◈ মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে ◈ পুরস্কার বিতরণে জায়গা হয়নি আয়োজক পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব ◈ স্টারলিংক বাংলাদেশে অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলে দেবে: বিশেষজ্ঞদের মত ◈ বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট ◈ নারী ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড হবে পাকিস্তানে  ◈ পাকিস্তানে গিয়ে ভারতীয় ব্যাটারদের খেলতে না পারা আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি ◈ অর্থের উৎস নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, সংগঠনগুলোর আয়ের উৎস কী? ◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ০৩ মে, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিথ্রো বিমান বন্দরে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন

মৌরী সিদ্দিকা/জাবের হোসেন : লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে যুক্তরাজ্য বিএনপির কয়েক শত নেতাকর্মী ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতৃবৃদ লন্ডনের হিথ্রো বিমান বন্দরের ৪নং টার্মিনালের ভিআইপি রোডে ব্যাপক বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করেন। শেখ হাসিনার গাড়ি বহর বিমান বন্দরের ভিআইপি রাস্তা অতিক্রমের সময় বিক্ষোভকারীরা শেখ হাসিনার গাড়ি বহরের সামনে দাঁড়িয়ে পড়ে প্রতিবাদ জানায়।-লন্ডন নিউজ টুয়েন্টি ফোর ডট কম/ওয়ান বাংলা নিউজ

১লা মে বুধবার অপরাহ্নে শেখ হাসিনা হিথ্রো বিমান বন্দরে পৌঁছার আগে থেকেই সেখানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদের নেতৃত্বে বিএনপির, জোনাল কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে হাতে কালো পতাকা ও মাথায় কালো কাপড় বেঁধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে বিক্ষোভ-শ্লোগানে উত্তাল কওে তোলেন। এদিকে যুক্তরাজ্য বিএনপি জানিয়েছে, লন্ডনে যতদিন শেখ হাসিনা অবস্থান করবেন ততদিন প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে।

বিক্ষোভে বিএনপি যুক্তরাজ্য কমিটির নেতৃবৃন্দ ছাড়া যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিপুল সংখ্যক কর্মীরা অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে আসছেন এ সংবাদ ছড়িয়ে পড়লে জরুরী ভিত্তিতে এ বিক্ষোভের আয়োজন করে। বাংলাদেশে ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতি, দেশব্যাপী লুন্ঠন, অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, বিচারব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপ, ব্যাংক লুঠ, সংবাদপত্রের কণ্ঠরোধ, বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম, হত্যা, নিপীড়ন-নির্যাতন, দুর্নীতি-দুঃশাসন, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যাকান্ডের বির”দ্ধে যুক্তরাজ্য বিএনপি এই বিক্ষোভের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানায়। এসময় বিক্ষোভকারীরা হাসিনা গো ব্যাক গো ব্যাক, স্টপ কিলিং হাসিনা, সেভ বাংলাদেশ, রিলিজ মাদার অফ ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রেস্টোর ডেমোক্রেসি ইত্যাদি শ্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে।

স্থানীয় সময় বেলা ২টায় বিক্ষোভ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

সমাবেশে প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে শ্লোগানে দেয়া হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ্ব এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ।
মিছিলে অংশ গ্রহণকারী একজন বিএনপি নেতা জানান যে, বিকেল সোয়া চারটার দিকে বিক্ষোভ সমাবেশের সামনে দিয়ে শেখ হাসিনার গাড়ি বহর যাওয়ার সময় তীব্র প্রতিবাদ জানানো হয়। এক পর্যায়ে বিএনপির কয়েকজন কর্মী শেখ হাসিনার গাড়ির সামনে চলে যান। প্রধান মন্ত্রীকে বহনকারী গাড়ির গতি কমাতে হয়।

বিক্ষোভ সমাবেশে বলা হয় যে, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়া মৃত্যুর গুনছেন। সমাবেশে অভিযোগ করে বলা হয়, বাংলাদেশে ভাল চিকিৎসা থাকা সত্ত্বেও চোখের চিকিৎসার অজুহাতে ১০দিনের সফরে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে এসেছেন। রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় করে বিশাল বহর নিয়ে আসায় প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেয়া হয় যে, শেখ হাসিনা এই সফর কালে যেখানে অবস্থান করবেন, সেখানেই বিএনপি বিক্ষোভ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়