দিনাজপুর প্রতিনিধি : 'ঝাড়বাড়ী আমার দায়িত্ব আমার, রাখব পরিস্কার, ভুমিকা সবার' এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুর জেলার উত্তরাঞ্চলীয় উপজেলা বীরগঞ্জের ঝাড়বাড়ীতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন ও ৩ নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিনের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১০টায় ঝাড়বাড়ী হাট ও বাজারে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালিও বের করা হয়।
ঝাড়বাড়ী পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত র্যালিটি হাট ও বাজারের প্রধান সড়কগুলোও প্রদক্ষিণ করে। পরে ঝাড়বাড়ী পরিবেশ উন্নয়ন পরিষদের আহবায়ক শেখ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইয়ামিন হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন, শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ কে এম কুতুব উদ্দিন।
প্রধান অতিথি ইয়ামিন হোসেন বলেন 'এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নিজের দায়িত্ব। কারণ পরিচ্ছন্নতা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার মতো সামাজিক উন্নয়ন ও সেবামূলক কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :