শিরোনাম
◈ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি ◈ আসছে বছর খেলাপি ঋণ ছাড়াতে পারে পাঁচ লাখ কোটি টাকা ◈ বঙ্গবাজারে অগ্নিসংযোগ, তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা ◈ (২৪ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ যে দোয়া ‘জান্নাতের গুপ্তধন’ ◈ সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক: ফোর্বসের দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আন্দালিভ রহমান পার্থ ◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ১২:১৭ দুপুর
আপডেট : ০৩ মে, ২০১৯, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানের নেতৃত্বে দিনাজপুরে হাটবাজার পরিচ্ছন্নতা অভিযান

দিনাজপুর প্রতিনিধি : ‌‌'ঝাড়বাড়ী আমার দায়িত্ব আমার, রাখব পরিস্কার, ভুমিকা সবার' এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুর জেলার উত্তরাঞ্চলীয় উপজেলা বীরগঞ্জের ঝাড়বাড়ীতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন ও ৩ নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিনের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১০টায় ঝাড়বাড়ী হাট ও বাজারে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালিও বের করা হয়।

ঝাড়বাড়ী পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি হাট ও বাজারের প্রধান সড়কগুলোও প্রদক্ষিণ করে। পরে ঝাড়বাড়ী পরিবেশ উন্নয়ন পরিষদের আহবায়ক শেখ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইয়ামিন হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন, শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ কে এম কুতুব উদ্দিন।

প্রধান অতিথি ইয়ামিন হোসেন বলেন 'এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নিজের দায়িত্ব। কারণ পরিচ্ছন্নতা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার মতো সামাজিক উন্নয়ন ও সেবামূলক কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়