আব্দুর রাজ্জাক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরের মাধ্যমে ‘স্বার্বভৌম ইন্টারনেট’ বিল দেশটির আইনে পরিণত হলো। এর মাধ্যমে দেশটি আন্তর্জাতিক ইন্টারনেট জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে আইনটি নিয়ে আপত্তি জানিয়েছে অধিকার সংগঠনগুলো। ইয়ন
রুশ আইনপ্রণেতারা বলছেন, পুতিন বুধবার যে আইনটিতে সই করেছেন তা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে রাশিয়াকে এটি করতেই হবে। তবে অধিকার সংগঠনগুলো বলছে অস্পষ্ট এই আইনটির মাধ্যমে সরকারের নজরদারী সংস্থাগুলো নাগরিকদের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।
নজরদারির পন্থা, বিদেশি সার্ভার থেকে রুশ সংযোগ বিচ্ছিন্ন করাসহ এখনো অনেক কাজ বাকি রয়েছে। তাই প্রেসিডেন্ট সই করার পরও নভেম্বরের আগে আইনটি কার্যকর হচ্ছে না।
‘স্বার্বভৌম ইন্টারনেট’ ব্যবস্থা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, রাশিয়ার ওপর অব্যাহতভাবে সাইবার হামলা চালানোর অভিযোগ করে গতবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন সাইবার সিকিউরিটি কৌশল উন্মোচন করেন। দেশটি রাশিয়ার বিরুদ্ধে অব্যাহত সাইবার হামলার অভিযোগ করছে। রাশিয়াকে এই সব অভিযোগ থেকে মুক্ত করে জাতীয় নিরাপত্তা জোরদার করতেই নিজস্ব ইন্টারনেট পদ্ধতি চালু করা জরুরি ছিলো।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার স্বার্বভৌম ইন্টারনেট বিলসহ অন্যান্য আইনের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রুশ সরকারের সমালোচনা রুখতে মর্যাদাহানীর অভিযোগে যারা কর্তৃপক্ষের প্রতি অবমাননা প্রদর্শন করবে তাদের শাস্তির আওতায় আনতেও আইন করা হয়েছে। এমনকি ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে আদালতকে গণমাধ্যম বন্ধ করার ক্ষমতাও দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :