মঈন মোশাররফ : ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বৃহস্পতিবার ডয়চে ভেলেকে বলেন, হোলি আর্টিজান হামলার পর আমরা আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জঙ্গিদের দুর্বল করে দিতে সক্ষম হয়েছি। অনেক জঙ্গি আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে। তাই আমরা মনে করি, তাদের বড় কোনো হামলা চালানোর শক্তি নেই। তারপরও যারা এখনো বাইরে আছে, তারা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে সে জন্য আমরা সতর্ক আছি।
তিনি আরো বলেন, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কায় হামলার পর আমাদের এখানে জঙ্গিরা যাতে কোনো সন্ত্রাসী হামলা বা তৎপরতা না চালাতে পারে সেজন্য আমরা বিশেষভাবে তৎপর আছি। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।
আপনার মতামত লিখুন :