শিরোনাম
◈ যে কারণে স্টারবাকস ৬০৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ডেলিভারি ম্যানকে! ◈ প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সির বিকল্প নেই: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ ‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ ◈ ২০১৪ সালে ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সমঝোতা হয়: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ◈ বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী ◈ এবার ভারতকে নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ ◈ অনেক ঘাম ফেলে মেসির ইন্টার মায়ামি জয় পেলো ◈ যে কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান! ◈ শিক্ষার্থীদের বহিষ্কার থেকে শুরু করে টিভি চ্যানেল বন্ধ: বাক স্বাধীনতার মার্কিন স্টাইল! ◈ লিবিয়ায় মানবপাচার ও মুক্তিপণ আদায় চক্রের মূল হোতা ফখরুদ্দীন গ্রেপ্তার

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৬:২৩ সকাল
আপডেট : ০১ মে, ২০১৯, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মিসরের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী ঘোষণা করছে যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : মিসরের মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ার সক্রিয় চিন্তার কথা হোয়াইট হাউজ মঙ্গলবার জানায়। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই পদক্ষেপ ইসলামপন্থী দলটির নেতাদের ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে। বিবিসি

হোয়াইট হাউজের সিদ্ধান্তটি গত এপ্রিলে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির ওয়াশিংটন সফরের পরই এলো। মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে এ পদক্ষেপ নিতে সিসি নিজেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন। তার অনুরোধে সাড়া দিয়েই মার্কিন প্রশাসন মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স।

সারা স্যান্ডার্স বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ট্রাম্প মধ্যপ্রাচ্যের নেতা ও মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে পরামর্শ করেছেন। এবং গত ৯ এপ্রিল সিসির সঙ্গে বৈঠকের পরই মুসলিম ব্রাদারহুডের ওপর অবরোধ আরোপে একটি পন্থা খুঁজে বের করতে ট্রাম্প নিরাপত্তা ও কূটনৈতিক কর্মকর্তাদের নির্দেশ দেন।

মিসরের সবচেয়ে পুরাতন ও জনপ্রিয় দল মুসলিম ব্রাদারহুড। এই রাজনৈতিক দলটি ২০১২ সালে দেশটিতে গণতান্ত্রিকভাবে সরকারও গঠন করেছিলো। মধ্যপ্রাচ্য জুড়ে দলটির ১০ লাখেরও বেশি সদস্য রয়েছে। কিন্তু ২০১৩ সালে ব্রাদারহুড নেতা ও দেশটির প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর দলটিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় সিসি সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়