আব্দুর রাজ্জাক : মিসরের মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ার সক্রিয় চিন্তার কথা হোয়াইট হাউজ মঙ্গলবার জানায়। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই পদক্ষেপ ইসলামপন্থী দলটির নেতাদের ওপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে। বিবিসি
হোয়াইট হাউজের সিদ্ধান্তটি গত এপ্রিলে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির ওয়াশিংটন সফরের পরই এলো। মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে এ পদক্ষেপ নিতে সিসি নিজেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন। তার অনুরোধে সাড়া দিয়েই মার্কিন প্রশাসন মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স।
সারা স্যান্ডার্স বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ট্রাম্প মধ্যপ্রাচ্যের নেতা ও মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে পরামর্শ করেছেন। এবং গত ৯ এপ্রিল সিসির সঙ্গে বৈঠকের পরই মুসলিম ব্রাদারহুডের ওপর অবরোধ আরোপে একটি পন্থা খুঁজে বের করতে ট্রাম্প নিরাপত্তা ও কূটনৈতিক কর্মকর্তাদের নির্দেশ দেন।
মিসরের সবচেয়ে পুরাতন ও জনপ্রিয় দল মুসলিম ব্রাদারহুড। এই রাজনৈতিক দলটি ২০১২ সালে দেশটিতে গণতান্ত্রিকভাবে সরকারও গঠন করেছিলো। মধ্যপ্রাচ্য জুড়ে দলটির ১০ লাখেরও বেশি সদস্য রয়েছে। কিন্তু ২০১৩ সালে ব্রাদারহুড নেতা ও দেশটির প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর দলটিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় সিসি সরকার।
আপনার মতামত লিখুন :