শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিশ্বকাপ দলের সেই ক্রিকেটারের স্ত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক: আরও একটি বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন মোহাম্মদ সামি। ইংল্যান্ড বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ভারতীয় এই তারকা পেসারের স্ত্রী হাসিন জাহানকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের পুলিশ।

সোমবার হাসিন জাহান গভীর রাতে মোহাম্দ সামির বাড়িতে হাজরি হন। সেখানে আগ্রাসী মেজাজে থাকা হাসিন জাহানের সঙ্গে মোহাম্মদ সামির মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

এরপরই মোহাম্মদ সামির পরিবার স্থানীয় পুলিশকে খবর দেয়। উত্তর প্রদেশের সহসপুরের আলিনগরে সামির বাড়ির সামনে থেকে হাসিনকে গ্রেফতার করে পুলিশ। হাসিনের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ রয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারা অনুযায়ী হাসিনের নামে চার্জশিট গঠন করেছে পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে হাসিনকে এসডিএম কোর্ট হাজির করা হয়েছে।
হাসিন জাহানের দাবি, নরেন্দ্র মোদি সরকার এসব দেখছেন না। আমার ওপর দিনের পর দিন অন্যায়, অবিচার হচ্ছে। রাত ১২টার সময় আমাকে টেনেহিঁচড়ে পুলিশ তুলে নিয়ে আসছে। আমার ফোন কেড়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত হাসিন জাহান কলকাতায় গিয়ে মডেলিং শুরু করেন। একসময়ে ‘চিয়ারলিডারর্স’ এর কাজ পান। তখনই ক্রিকেটার সামির সঙ্গে তার পরিচয় হয়। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেটার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রকাশ্যে এনে শিরোনামে এসেছিলেন হাসিন জাহান। আর এ নিয়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়