জাবের হোসেন : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বিষয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন টিভি উপস্থাপক ডা. আবদুন নূর তুষার। মঙ্গলবার বিকালে আব্দুর নূর তুষার নিজের ভেরিফায়েড পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে তুষার বলেন, কিছু গোমুর্খ বলার চেষ্টা করছে আমি মাশরাফির বিরুদ্ধে কথা বলেছি। মোটেও না। আমি বলেছি ডাক্তাররা ফাজিল, তাদেরকে থাপড়ায়ে সোজা করা দরকার। আমি কেবল কিছু প্রশ্ন তাকে সংসদে করতে বলেছি, যাতে সমস্যার সমাধান হয়।
তিনি আরও লিখেছেন, সংসদ সদস্য তো মাশরাফি, আমি না। প্রশ্নগুলো তিনি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। নাহলে দেখা যাবে কিছু সাসপেন্ড হলে আরও কিছু ডাক্তার আসবে। তারাও সাসপেন্ড হবে। সমাধান হবে না। আমি তো বলেছি, আমার দোয়া তার প্রতি, তিনি যাতে আরও বড় হন এবং প্রশ্নগুলো করতে পারেন।
তুষার আরো বলেন, আর কেউ পারলে তো আর তাকে বলতাম না। গোমুর্খদের জন্য দোয়া। তারা বাংলা পড়ে অর্থ বুঝতে পারুক। তাদের বুদ্ধি হোক। মাশরাফির জন্য চিরকালই দোয়া। সে সুস্থ থাকুক, আদর্শ নড়াইল-আদর্শ দেশ গড়ুক।
আপনার মতামত লিখুন :