শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ১২:৪৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৯, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফি ইস্যুতে ডা. আবদুন নূর তুষারকে ফেসবুকে তুলোধুনা

জাবের হোসেন : নড়াইল সদর হাসপাতালে মাশরাফি বিন মুর্তজার ঝটিকা অভিযান নিয়ে ডা. আবদুন নূর তুষারের ফেসবুক স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছে। সময় টিভি

২৫ এপ্রিল নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা অভিযানে যান ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি। সেখানে চার চিকিৎসককে কর্মস্থলে পাননি। এরপর গেল সোমবার তাদের সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু মাশরাফির অনুরোধে তাদের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

এ ঘটনা নিয়ে টিভি উপস্থাপক ডা. আবদুন নূর তুষার মাশরাফির সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন- মেরুদওহীন চিকিৎসক সমাজকে ওএসডি করা যত সহজ, রোগীর জন্য সেবা নিশ্চিত করা তত সহজ নয়।

সেই পোস্টে ডা. তুষার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, যন্ত্রাংশ সংকটসহ চিকিৎসকদের নানা সমস্যার কথা তুলে ধরে ম্যাশকে এ নিয়ে সংসদে প্রশ্ন করার পরামর্শ দেন।

তুষারের ওই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

আমিরুল হক নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন- তুষার সাহেব, আগে সরেজমিন হাসপাতালগুলোতে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করুন, তারপর মাশরাফিকে প্রশ্ন করুন। সরকারি হাসপাতালে নার্সদের টাকা না দিলে হাতের স্যালাইনটাও খোলে না। আপনি তো পেশাদার দালাল।

রণজিৎ দে নামের অপর এক ব্যক্তি লিখেছেন, পর্যাপ্ত জিনিসপত্র থাকবে না বলেই কি ডাক্তাররা তাদের কর্তব্যে অবহেলা করবেন?
ফিরোজ প্রধান নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বুঝলাম অনেক কিছুই নেই, তাই বলে আপনারা কাজে ফাঁকি দেবেন! রোগীরা আর যাই হোক ডাক্তারকে কাছে পেলেই সান্তনা খুঁজে পান। সেটা দিতে ব্যর্থ হয়েও তুষার সাহেবের মতো ডাক্তাররা নির্লজ্জভাবে ডাক্তারের পক্ষালম্বন করলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়